অফবিট

শিক্ষার অভাব থাকলেও কেন জনসংখ্যা কম ছিল পূর্বে?

যতদিন অতিক্রম হচ্ছে ততই যেন উন্নতির দিকে এক এক ধাপ করে এগোচ্ছে গোটা মানব সমাজ। পূর্বে শিক্ষা ব্যবস্থার অতো উন্নতি না থাকায় জন্মনিয়ন্ত্রণ কি অথবা পরিবার পরিকল্পনা কি সে বিষয়ে সচেতন ছিল না মানুষ। যেমন বর্তমানে জনগণনায় দেখা গিয়েছে সম্প্রতি পৃথিবীতে  জনসংখ্যা প্রায় ৮০০ বিলিয়ন।  কিন্তু বেশ কয়েক বছর পূর্বের ইতিহাসের নজর দিলে দেখা যাবে যে ১৪০০ বছর আগে  জনসংখ্যা ছিল মাত্র ২০০ বিলিয়ান অর্থাৎ ২০-২১ কোটি মানুষের বাস। সুতরাং ,খুব সহজেই মানুষের মনে এই প্রশ্ন আসতে পারে যে বর্তমানে জন্মনিয়ন্ত্রণের সমস্ত পদ্ধতি থাকা সত্ত্বেও যেখানে গোটা পৃথিবীতে অত্যাধিক পপুলেশন রয়েছে সেই পরিস্থিতিতে পূর্বে কোনরকম শিক্ষা ছাড়া জনসংখ্যা এত কম ছিল কিভাবে! 

পরবর্তীতে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা দেখেছেন যে পূর্বে জন্ম নিয়ন্ত্রণের শিক্ষা ছিল না। যার কারনে একই পরিবারে বহু সন্তানের জন্ম হত। কিন্তু সেই সময় চিকিৎসা বিজ্ঞান উন্নত না থাকায় মৃত্যু হার ছিল অত্যাধিক। এবং বেশি মৃত্যু দেখা যেত শিশুদের মধ্যে। সেই কারণে বহু সদ্যজাতদের জন্ম হলেও তাদের মৃত্যুও ছিল অধিক। এই মৃত্যুহার অধিক হওয়ার কারণ ছিল পূর্বে জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্যতম দিক।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *