শ্রী কৃষ্ণ মন্ত্রের ক্যাসেট বিক্রি করে রেকর্ড
নিউজ ডেস্ক – গোটা পৃথিবীতে হিন্দু সংস্কৃতি সহ ধর্মালম্বী দেব দেবতার যে প্রচলন রয়েছে সেটি আগে প্রমাণিত হয়েছে। কিন্তু সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এসেছে যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। লাগিয়েছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত মন্ত্র হলো হরিনাম। এই দৃশ্য দেখা গিয়েছে আমেরিকায়।
জানা গিয়েছে ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের তেজস্বী প্রচারে গোটা বিশ্বে তখন ঝড় উঠেছিল কৃষ্ণ নামের। আমেরিকার তারকারা সব ভুলে গিয়ে একে একে যোগদান করতে শুরু করেন কৃষ্ণ নাম আন্দোলনে। তবে সেই সময় আন্দোলনের সঙ্গে যুক্ত হয় স্বনামধন্য তারকা জর্জ হ্যারিসন। হ্যাঁ ঠিকই ধরেছেন সবার প্রিয় গায়ক জর্জ। এরপরই প্রভু ভক্তে এতটাই অমলিন হয়ে গিয়েছিল জনপ্রিয় গায়ক যে হরিনামের উপর একটি গান প্রকাশ করেছিলেন তিনি। সেই অ্যালবামটির নাম ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র। তবে এই মহামন্ত্রের ক্যাসেট বাজারে লঞ্চ হতে যত সময় লেগেছিল তার চেয়ে হুড়মুড় করে বিক্রি হতে কম সময় লাগে। একদিনে এই হরিনাম মঞ্চের এই ক্যাসেট বিক্রি হয়েছিল প্রায় ৫ লক্ষ। যা গোটা পৃথিবীর কাছে এক আশ্চর্যজনক রেকর্ড। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে শুধুমাত্র হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয় গোটা পৃথিবীতে বিখ্যাত রয়েছেন বাসুদেব।