অফবিট

২০২১ সালের মতো ২০২৪ এ ও গননা কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ উঠছে আইপ্যাকের বিরুদ্ধে!

আগামীকাল আঠারোতম লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে। কিন্তু তার আগেই ভোট গননা কেন্দ্রজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সপ্তম দফায় দেশজুড়ে হওয়া লোকসভা নির্বাচনে সারাদেশে ৫৪৩টি আসনে ভোট হয়েছে যারমধ্যে পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে  ভোট গননার জন্য ৫৫টি গননা কেন্দ্র তৈরি করা হয়েছে। স্ট্রংরুমে ব্যালট বক্স রক্ষার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গননা কেন্দ্রের চতুর্দিকে সিসি ক্যামেরা রয়েছে যার মাধ্যমে ২৪ ঘন্টা নজরদারি চলছে। ভোট গননার জন্য প্রায় ২৫,০০০ কর্মী উপস্থিত থাকবেন। কোনওরকম দুর্নীতি যাতে না হয় তার জন্য প্রশাসন কড়া নজরদারি ব্যবস্থা রেখেছে৷ ভোট গননা কেন্দ্রের চারপাশে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। ভোট গননাকে কেন্দ্র করে রাজ্যে ৯২ কোম্পানি কেন্দ্রীয় পুলিশ ও ২,৫২৫ জন রাজ্যপুলিশ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবেন।

তবে ভোট গননার আগে থেকেই শাসকদল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে সম্ভাব্য ভোট লুঠ বা গননা কেন্দ্রে হেরফেরের অভিযোগ ওঠা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কারচুপি করেছে আইপ্যাকের দল। সেসময় অন্তত ৪০-৫০টি আসনে কারচুপি করেছে আইপ্যাক। 

২০১৯ সালে করোনার কারনে ইভিএম থেকে কাউন্টিং এজেন্টের অন্তত ছয় ফুট দূরত্ব ছিল, এই সুযোগে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে আশাতীত ভালোফল কে ১৮টি আসনে জয়লাভ করে। এরপরেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস প্রশান্ত কিশোরের সাহায্যে বিজেপিকে আটকানোর চেষ্টা করে রাজ্যে। ভোট কৌশলী হিসাব পরিচিত প্রশান্ত কিশোরের আইপ্যাক সংগঠন সেবছর গননা কেন্দ্রে ব্যাপক কারচুপি করে বিজেপিকে আটকে দেয় বলে অভিযোগ ওঠে। 

দীর্ঘদিন বঙ্গীয় রাজনীতিতে মানুষ নির্বাচনকে কেন্দ্র করে ছাপ্পা ভোট, ব্যালট বক্স চুরি হয়ে যাওয়া, হুমকী দিয়ে ভোট করানো, বুথ দখল সহ একাধিক ভোট দুর্নীতির সাক্ষী থেকেছে। কিন্তু গননা কেন্দ্রে শক্ত নিরাপত্তার মধ্যেও যে কারচুপি করা যায় তা ২০২১ সালে আইপ্যাক করে দেখিয়েছে। এই জন্য এবারের গননা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে আগেরবারের মতোন এবার প্রশান্ত কিশোর  চলতি লোকসভা নির্বাচনে দায়িত্বে নেই কিন্তু তার সংগঠন আইপ্যাক এবারেও তৃনমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারের দায়িত্বে রয়েছে। আইপ্যাক গননা কেন্দ্রে তাদের এজেন্টকে পাঠিয়ে অথবা আগে থেকেই বিক্রি হয়ে যাওয়া গননা কর্মীদের মাধ্যমে ভোট কারচুপি করে, যেমন কোনও বুথে বিজেপি যদি ৬০০ ভোট পায় সেখানে আইপ্যাকের কর্মীরা বলে দিল বিজেপি ৬০ ভোট পেয়েছে। এভাবেই ভোট কারচুপি হয়। ইতিমধ্যেই আইপ্যাক সংগঠন গননা কেন্দ্রে দুর্নীতির জন্য তাদের কর্মীদের প্রশিক্ষন দেওয়াও শুরু করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্দল প্রার্থীদের হয়ে এবারে গননা কেন্দ্রে আইপ্যাক এজেন্ট পাঠানোর চেষ্টা করতে পারে বলে খবর পাওয়া গেছে। এই কারনে কারা গননা কর্মী হয়ে যাবে তাদের নাম হল গোপন রাখা হয়েছে এবারে কারন গননা কর্মীদের নাম প্রকাশিত হয়ে গেলে কোনও রাজনৈতিক দল তাদের অর্থের বিনিময়ে কিনে নিতে পারে অথবা ভয় দেখিয়ে প্রভাবিত করতে পারে। কিন্তু তবুও কোথাও কোথাও গননা কর্মীদের নাম অর্থের বিনিময়ে একটি বিশেষ রাজনৈতিক দলকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *