ভোটের আগেই বিক্ষিপ্ত ভাবে কিছু ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে
রাত পোহালেই শেষ দফা ভোটগ্রহন শুরু হয়ে যাবে সারা দেশে। আগামীকাল দেশের আট রাজ্যের ৫৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহন হবে যার মধ্যে পশ্চিমবঙ্গে নয়টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহন হবে। নয়টি কেন্দ্রের মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি, তৃনমূল কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে ত্রিমুখী নির্বাচনী লড়াই হতে চলেছে। তবে ভোটের আগেই বারেবারে নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে উপ্তত্ত হয়ে উঠছে যাদবপুর লোকসভা কেন্দ্র। বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে যাদবপুরে।
সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে যাদবপুরের সাধারনত বেশীরভাগ সমস্যাই হয় ভাঙড় বিধানসভা কেন্দ্রে। রাজনৈতিক ভাবে বরাবরই অস্থির এই ভাঙড়ে ২০২১ বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেসকে হারিয়ে আইএসএফ জয়লাভ করে। গত পঞ্চায়েত নির্বাচনেও ভাঙড় দফায় দফায় উপ্তত্ত হয়ে উঠেছিল, বোমা গুলি চলেছিল। এই ভাঙড়েই সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভাও বাতিল করে দেয় প্রশাসন যার বিরুদ্ধে ইতিমধ্যেই বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। এবার সেই ভাঙড়েই এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার করা হয় যাকে কেন্দ্র করে একাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ভাঙড়ের চকমরিচা অঞ্চলে মেহের আলি মোল্লার বাড়িতে বোমা তৈরির খবর পেয়েই পুলিশি অভিযান হয় এবং নয়টি বোমা উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। আবার ভাঙড়ের কোচপুকুরে তৃনমূল কংগ্রেস সমর্থক ইকবার আবদুল্লাহর বাড়িতে হামলা, ভাতের হাঁড়ি ফেলে দেওয়া এবং মহিলাদের মারধরের অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। যদিও আইএসএফ অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া ভাঙড়ে তৃনমূল নেতা রফিক খান ও তার কিছু সাথিকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। এই ঘটনায় একজন শিশু সহ বেশ কয়েকজন আহত হয়। গোটা ঘটনায় আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃনমূল। এসব ঘটনার মধ্যেই ভাঙড়ের ভগবানপুর অঞ্চল থেকে তৃনমূল কংগ্রেস নেতা ইব্রাহিম মোল্লাকে খুনের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দীনবন্ধু অ্যান্ড্রু কলেজে একটি ভোট গ্রহন বুথ রয়েছে। সেই বুথের কাছেই তৃনমূল কংগ্রেস ও সিপিএমের দুটি কার্যালয় ছিল, যার বিরুদ্ধে বিজেপি অভিযোগ জানিয়েছিল এখান থেকে ভোটারদের প্রভাবিত করা হতে পারে। ২০০৭ সালে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দলের কার্যালয় থাকবেনা। তাই এই ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ওই দুই কার্যালয়কে বন্ধের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে সিপিআইএম যাদবপুরের গাঙ্গুলিবাগানে, রায়পুরে তিনজন দলীয় কর্মীকে মারধরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরেই বিক্ষোভ জানায় সিপিএম কর্মী সমর্থকরা।