যাদবপুরে বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে শোভাযাত্রায় অংশ নিলেন দিলীপ ঘোষ
লোকসভা নির্বাচন তার অন্তিম চরনে প্রবেশ করেছে। অন্তিম পর্বে রাজ্যের সবচেয়ে জটিল লোকসভা কেন্দ্র যাদবপুরে ভোটগ্রহন হতে চলেছে। বঙ্গীয় রাজনীতিতে বরাবরই যাদবপুরের বিশেষ গুরুত্ব রয়েছে। দীর্ঘ কয়েকদশক যাদবপুর বামেদের দখলেই ছিল তবে গত পনেরো বছর ধরে যাদবপুরে তৃনমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। যাদিও যাদবপুরে এখনও বামেদের একটি বড় ভোটব্যাংক রয়েছে কিন্তু এখানে পূর্বের মতো বামেদের দাপট আর নেই। যাদবপুরের ভাঙড় বিধানসভা কেন্দ্র সহ আরও কিছু অঞ্চলে মুসলীম ভোটের আধিক্য রয়েছে। গত ২০২১ বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভাতে আইএসএফ প্রার্থী জয়ী হয়েছিল। এবারেরও যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী ও তৃনমূল কংগ্রেসের মধ্যে মুসলিম ভোট কাটাকাটি হওয়ার সম্ভবনা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। তাছাড়া শিক্ষক নিয়োগ সহ একাধিক দুর্নীতিকে কেন্দ্র করে শাসকদল রাজ্যে অস্বস্তিতে রয়েছে এবং বামেদেরও সংগঠন দুর্বল এখানে। ঠিক এইজন্যই চলতি লোকসভায় নির্বাচনে এই যাদবপুরকে পাখির চোখ করেছে রাজ্য বিজেপি। যার জন্য এবারে যাদবপুরে পরিবর্তন ঘটাতে মরিয়া রাজ্য বিজেপি হেভিওয়েট প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের।
বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রথমদিন থেকেই তার রননীতি তৈরি ফেলেন যাদবপুরে জেতবার জন্য। এপ্রিল মাসের তীব্র গরম, দাবদাহ উপেক্ষা করে ডঃ গঙ্গোপাধ্যায় রাতদিন এক করে ফেলছেন নির্বাচনী প্রচারের জন্য। গতকাল বিকেল চারটের সময় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি এক বিশাল বিজয় সংকল্প শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী করার জন্য যাদবপুরে বিজেপিকে জয়ী করার লক্ষ্যে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই শোভাযাত্রা বারুইপুরের রাস মাঠ থেকে শুরু হয়ে পদ্মপুকুর মোড় পর্যন্ত চলে। গতকাল ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজেপির বিশিষ্ট নেতা দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। রাজ্য বিজেপির দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তা দিলীপ ঘোষ ও ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে গতকাল রাস্তার দুধারে যেন মানুষের ঢল নেমেছিল। যত ভোটের দিনক্ষন এগিয়ে আসছে তত যেন যাদবপুরে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। গতকাল হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিজয় সংকল্প শোভাযাত্রা রীতিমতো সফল হয়। মননীয় বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় ও দিলীপ ঘোষ মহাশয় বহু মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন এবং করজোড়ে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। পদ্মপুকুর মোড়ে শোভাযাত্রা শেষ হবার পর সন্ধ্যায় ছয়টার সময়ে পদ্মপুকুর বাসস্ট্যান্ডে একটি জনসভাতেও যোগদেন ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় ও দিলীপ ঘোষ মহাশয়। বিজয় সংকল্প শোভাযাত্রা ও জনসভায় বিপুল মানুষের উপস্থিতি বুঝিয়ে দেয় যাদবপুরে এবার পরিবর্তন হতে চলেছে।