মা বোনেদের সম্মানে ও নারীশক্তির উন্নয়নের জন্য সোনারপুর দক্ষিনে নারীশক্তি সম্মেলন করলেন বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়
আঠারোতম লোকসভা নির্বাচনের আর মাত্র দুইদফার ভোটগ্রহন বাকী আছে। অন্তিম পর্যায়ের ভোট গ্রহনকে কেন্দ্র করে প্রচারে গতি বাড়িয়েছে সবপক্ষই। চলতি লোকসভা নির্বাচনে রাজ্যের বিশেষ গুরুত্বপূর্ন লোকসভা কেন্দ্রগুলোর একটি যাদবপুর। বহু দশক পর এবারের নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তৃনমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এবং সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের মধ্যে এবার ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী থাকবে যাদবপুরবাসী।
প্রার্থী মনোনীত হওয়ার পর থেকেই যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে কোনও কমতি রাখছেননা বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শাসকদলের বিতর্কিত প্রার্থী সায়নী ঘোষের বিরুদ্ধে যাদবপুরে উচ্চশিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তি বিশিষ্ট ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করে নির্বাচনী চমক দিয়েছে বিজেপি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় বিজেপিকে কেন্দ্রে ক্ষমতায় আনার লক্ষ্যে গতকাল সোনারপুর দক্ষিন ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের সাথে নিয়ে একাধিক জনসংযোগ কর্মসূচি ও পথসভা করেন ডঃ গঙ্গোপাধ্যায়। কাল দুপুর তিনটে নাগাদ সেনারপুর দক্ষিনে রাজ্যের মা বোনদের সম্মানে বিশেষ নারীশক্তি সম্মান সম্মেলনে অংশ নেন বিজেপি প্রার্থী। সম্মেলনে প্রথমেই সন্দেশখালির প্রসঙ্গ উঠে আসে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের কন্ঠে। তিনি জানান গত এপ্রিল মাস থেকে যাদবপুরে আমি সন্দেশখালির মেয়ে নামক পথনাটিকা অনুষ্ঠিত হচ্ছে যা বিপুল সাড়া ফলেছে গোটা রাজ্যে। ডঃ গঙ্গোপাধ্যায় বলেন প্রতিটি বিধানসভা কেন্দ্রে অসংখ্য সাধারন মানুষ স্বতস্ফূর্তভাবে পথনাটিকা দেখেছে, এর মাধ্যমে সন্দেশখালির কথা যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে। যাদবপুর কেন্দ্রে প্রায় দশ লাখ মহিলা ভোটারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারীশক্তি উন্নয়নের বার্তা পৌঁছে দেবার কাজ করছেন বলে জানালেন বিজেপি প্রার্থী। তিনি বলেন বিগত দশ বছরে নারীশক্তি উন্নয়নে যে অভূতপূর্ব কাজ করেছেন প্রধানমন্ত্রী মোদী তা এর আগে কোনও প্রধানমন্ত্রী এক দশকের মধ্যে করতে পারেননি। সম্মেলন শেষ করে বিকাল ৪টে নাগাদ সোনারপুর উত্তরে মন্ডল ৫ এর বোড়াল বেলতলা স্কুল থেকে লেক পল্লি পর্যন্ত নির্বাচনী প্রচার করেন অনির্বান বাবু। হুডখোলা গাড়িতে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের এই প্রচারাভিযানে দলীয় কর্মীদের পাশপাশি অসংখ্য সাধারন মানুষ উপস্থিত ছিলেন। পথচলতি মানুষদের সাথে সৌজন্য বিনিময় করে করজোড়ে বিজেপিকে জয়ী করার অনুরোধ করেন তিনি। প্রচারাভিযান চলার সময় হঠাৎই রাস্তার দুপাশে দুজন ক্ষুধে ভক্তকে দেখে গাড়ি থেকে নেমে পড়ে তাদের সাথে সাক্ষাৎ করেন ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়, এরপর বাকী পথ পায়ে হেঁটেই নির্বাচনী প্রচার করেন তিনি। সন্ধ্যার দিকে বেশ কিছু পথসভাও করেন ডঃ গঙ্গোপাধ্যায়। পথসভায় যাদবপুরবাসীর কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, মেট্রোরেল পরিষেবা এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতি দেন অনির্বান বাবু। যাদবপুর কেন্দ্রে গত তিনবার লোকসভা নির্বাচনে শাসকদল তৃনমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী কবীর সুমন, মিমি চক্রবর্তীদের উপস্থিতি খুব কম ছিল বলেই অভিযোগ রয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় যাদবপুরবাসীর কাছে অনুরোধ করেছেন এমন প্রার্থীকে নির্বাচন করতে যে সারাবছর তাদের পাশে থাকবে।
