অফবিট

বিরাট রোড শো করলেন যাদবপুরের বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

আর মাত্র কয়েক ঘন্টা তারপরই শুরু হতে চলেছে ভোটের পঞ্চম পর্ব। ইতিমধ্যেই তুঙ্গে রয়েছে আগামীকাল অর্থাৎ ২০মে দেশের পঞ্চম দফার ভোটের প্রস্তুতি। অন্যদিকে ষষ্ঠ দফা ও সপ্তম দফার প্রার্থীরা ব্যস্ত নিজেদের প্রচার নিয়ে। কারণ এরপরেই পরীক্ষার দেওয়ার পালা তাদের। তাই জোর কদমে চলছে প্রচার।

সেই তালিকা থেকে বাদ পড়ে নি বর্তমানে চর্চার শীর্ষে থাকা যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। নরেন্দ্র মোদির খুবই কাছের মানুষ ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় তার লোকসভা কেন্দ্রের প্রচার চালাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই লোকসভা কেন্দ্রে লড়াই এর জন্য তিনি নির্বাচিত হয়েছেন।

এইবার ত্রিমুখী লড়াই দেখা যাবে যাদবপুর লোকসভা কেন্দ্রে। এই ত্রিমুখী লড়ায়ের সম্মুখে থাকছে তৃণমূল, সিপিআইএম এবং বিজেপি। তবে মূল লড়াই হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। ইতিমধ্যেই যাদবপুর কেন্দ্রে বহুগুণ শক্তি বৃদ্ধি করেছে বিজেপি, যা দেখে ইতিমধ্যে জনমত সমীক্ষায় উঠে এসেছে যে, এইবার বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রে। কারণ মানুষ আর চাইছে না সিপিএম ও তৃণমূলকে। যাদবপুর কেন্দ্রের তৃণমূলে নির্বাচিত প্রার্থী সায়নী ঘোষ হিন্দু সমাজের মানুষের কাছে তার নিজের মন্তব্যের জন্য গ্রহণযোগ্যতা হারিয়েছে। যার ফলে বিজেপির জয়ের সম্ভবনা এই কেন্দ্রে বেশি।
গতকাল অর্থাৎ শনিবার ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়পুর ভ্রাতৃ মিলন ক্লাবের সামনে থেকে একটি বিরাট বর্ণাঢ্য রোড শো করেছিলেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুধেরহাট বেনফিস গেটে গিয়ে সমাপ্ত হয় এই রোড শো। বিকেল ৫টা থেকে শুরু হয়েছিল এই রোড শো টি এবং রাত ১০টা পর্যন্ত চলেছিল। বিজেপির প্রচুর কার্যকর্তা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই রোড শোতে। রোড শো চলাকালীন কখনো পায়ে হেঁটে, কখনো টোটোতে চেপে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় নিজের প্রচার করেছিলেন। রাস্তার দুই পাশের মানুষের সাথে কথা বলেন তিনি এবং তাদের কাছে আশীর্বাদ চান। তাদেরকে তিনি বলেন যে বিগত দিনে আপনারা যেভাবে ভালোবাসা আমাকে দিয়েছেন আশা করব আগামী দিনেও একইভাবে ভালোবাসা দেবেন। তবে এই রোড শোতে চোখে পড়ার মতো ছিল মানুষের উৎসাহ। এর থেকেই মনে করা হচ্ছে যে যাদবপুর কেন্দ্রে তৃণমূলের পক্ষে কঠিন হতে চলেছে এইবারের লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *