অফবিট

এক টানা ৬ মাস ঘুমিয়েছিলেন পৃথিবীর যে সুন্দরী? কোন দেশে থাকে জানেন?

নিউজ ডেস্ক –  এত বছর ধরে বইয়ের পাতাতেই কুম্ভকর্ণের গল্প পড়ে বড় হয়েছে ছোটরা। কিন্তু বাস্তবে রয়েছি সেই কুম্ভকর্ণের সঙ্গে সামনাসামনি পরিচয় হতে হবে সে নিয়ে কোনদিন কল্পনাও করেনি কেউ। তবে রাবণের ভাই কোন কোন যেমন ভয়ানক দেখতে ছিল বাস্তবে কুম্ভকর্ণ সেরকম মোটেই নয়। ইনি হচ্ছেন একজন ২২ বছরের সুন্দরী তরুণী।  যার নাম বেথ গোডিয়ার। যথারীতি কুম্ভকর্ণের মতো ব্যবহার তার।  একটানা ছয় মাস ঘুমান এবং জাগে  মাত্র  ১৪ দিনের জন্য। যার কারণে এই তরুণীকে সম্প্রতি লেডি কুম্ভকর্ণ বলেও আখ্যায়িত করেছে কিছু মানুষ। কিন্তু বিষয়টি অবাক ও হাস্যকর হলেও এর পেছনে লুকায়িত রয়েছে বেশ কিছু রহস্য।  

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে তথা রোগকে বলা হয়   ক্লিন-লেভিন সিনড্রোম। অর্থাৎ গোটা পৃথিবীতে ১০০ জনের মধ্যে ১ জন আক্রান্ত হন এই বিরল রোগে। এই রোগের সিমটম হচ্ছে ছয় মাস ঘুমানো এবং ১৪ দিনের জন্য জাগা। তবে এই রোগে আক্রান্ত রোগীরা যখন জেগে ওঠে তখন তাদের স্বাভাবিক বলেই মনে হয়। কোনরকম অস্বাভাবিক আচরন তাদের মধ্যে পরিলক্ষিত হয় না।  আর পাচ জনের মতোই খায়দায় ঘোরাফেরা করে। কিন্তু বর্তমানে এই রোগের কি চিকিৎসা রয়েছে সেটি খুঁজে বের করতে রীতিমতো কালের ঘাম  ছোটাচ্ছে বিশেষজ্ঞরা। কিন্তু তারপরও মিলছে না কোনো সদুত্তর।  তবে বেথের এই বিরল রোগের কারণে তার যে কোনো সঙ্গিনী সেটি নয়। তার একজন বয়ফ্রেন্ড রয়েছে। যে অধীর আগ্রহে অপেক্ষা করে প্রিয়সির ঘুম ভাঙার জন্য। তবে শুধুমাত্র ঘুম ছাড়া আর কোন অন্য রোগ দেখা দেয়নি বেথের। তাই দিব্যি ঘুমিয়ে দিন কাটাচ্ছে তরুণী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *