অফবিট

সোনারপুর উত্তরে বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পদযাত্রা ও পথসভায় বিপুল জনসমাগম

লোকসভা নির্বাচনকে কেন্দ্রকরে ভোট প্রচারে ত্রুটি রাখছেনা কোনও পক্ষই। গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া আঠারোতম লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই দুই দফার ভোট হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন ঘোষনা করেছে দুই দফায় ৬৬.১৪ শতাব্দী এবং ৬৬.৭১ শতাংশ ভোট হয়েছে। তীব্র তাপপ্রবাহ ও প্রখর রোদকে উপেক্ষা করে সমস্ত রাজনৈতিক দলই বাকী পঞ্চম দফা ভোটের জন্য প্রচারাভিযান শুরু করেছে। রাজ্য রাজনীতিতেও ভোটপ্রচারে ব্যস্ততা তুঙ্গে রয়েছে।

পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়
দিন রাত এক করে নির্বাচনী প্রচার করে চলেছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পথসভা, পদযাত্রা, দলীয় কর্মীদের সাথে বৈঠক, সাধারন মানুষের সাথে সৌজন্য বিনিময়, জনসংযোগ যাত্রা সহ একাধিক কর্মসূচীতে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন ডঃ গঙ্গোপাধ্যায়। গতকাল দুপুরে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মন্ডল ৫ এর অন্তর্গত বাঘেরখোল থেকে রক্ষিতের মোড় পর্যন্ত পদযাত্রার মাধ্যমে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ডঃ গঙ্গোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শক্তিশালী ভারত গঠনে তার সহযোদ্ধা হিসাবে শ্রী নরেন্দ্র মোদীর বার্তা সাধারন মানুষের কাছে পোঁছে দেওয়াই ছিল এই পদযাত্রার প্রধান উদ্দেশ্য। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত দক্ষিন ২৪ পরগানা জেলার ভাঙড় বিধানসভা কেন্দ্র বিগত কয়েক বছর ধরেই হিংসার সাক্ষী থেকেছে। দীর্ঘদিন ধরে শাসকদলের এই হিংসা ও বঞ্চনা সহ্য করছেন ভাঙড়ের সাধারন মানুষ। ডঃ গঙ্গোপাধ্যায় ভাঙড়ের সাধারন মানুষকে অপশাসন অবসানের আশ্বাস দিয়েছেন। এই পদযাত্রায় ডঃ গঙ্গোপাধ্যায়ের সাথে বিজেপি কর্মীদের পাশাপাশি অসংখ্য সাধারন মানুষও অংশ নিয়েছিলেন। ডঃ গঙ্গোপাধ্যায়কে দেখবার জন্য, তার সাথে কথা বলবার জন্য আশােপাশের বাড়ির মানুষজন বাইরে বেরিয়ে আসেন। ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় পথচলতি মানুষদের সাথে করমর্দন করেন, তাদের অভিযোগ শোনেন এবং প্রবীন নাগরিকদের থেকে আশীর্বাদ প্রার্থনা করেন। যাদবপুর লোকসভা কেন্দ্রে দাপুটে বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়কে কেন্দ্রকরে সমাজের সর্বস্তরের মানুষদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
পদযাত্রা শেখ হবার পর একটি পথসভাতেও অংশ নেন ডঃ গঙ্গোপাধ্যায়। পথসভা থেকে তিনি বিরোধীপক্ষের বিরুদ্ধে সরব হয়ে জানান দীশাহীন দিগভ্রান্ত দলগড়ে যতই শ্রী নরেন্দ্রমোদীর বিরোধীতা করা হোক তারা সফল হবেনা। মূলত তিনি রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস ও সিপিআইএমের জোটকে উদ্দেশ্য করে বলেন তারা হাজারো ষড়যন্ত্র করেও বিজেপিকে হারাতে পারবেনা, শ্রী নরেন্দ্র মোদীকে পরাজিত করতে পারবেনা। ডঃ গঙ্গোপাধ্যায় এই পথসভা থেকে ঘোষনা করেন মানুষ আবারও শ্রী নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন কারন তাদের আশা ভরসা শ্রী নরেন্দ্র মোদীর উপর রয়েছে। ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সোনারপুর উত্তরে তপ্ত গরম উপেক্ষা করে পদযাত্রায় ও পথসভায় বিপুল জনসমাগম যাদবপুর কেন্দ্রে বিজেপির বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *