অফবিট

সোনারপুর উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের পদযাত্রার জনজোয়ার অবাক করল বিরোধীদের

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই দুই দফায় উত্তরবঙ্গ সহ রাজ্যের ছয়টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহন সম্পূর্ন হয়ে গেছে। আগামী ৭মে তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে ভোট হবে যার জন্য সব রাজনৈতিক দলই তাদের কর্মসূচিতে ব্যস্ত। তবে এরই মধ্যে রাজনৈতিক মহলের নজর রয়েছে যাদবপুর কেন্দ্রে। এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ন কারন হেভিওয়েট বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের কারনে ইতিমধ্যেই যাদবপুরে অস্বস্তিতে রয়েছে তৃনমূল কংগ্রেস। আগামী ১জুন লোকসভা নির্বাচনের অন্তিম পর্বে যাদবপুর সহ দমদম, বারাসত, বসিরহাট, মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিন ও কলকাতা উত্তরে ভোট হবে। সেজন্য এখন থেকেই ডঃ গঙ্গোপাধ্যায় দফায় দফায় প্রচার করে চলেছেন যাদবপুর কেন্দ্রে। প্রতিদিনই সকাল থেকে রাত দশটা পর্যন্ত পুরো যাদবপুর কেন্দ্রজুড়ে একাধিক পদযাত্রা, পথসভা, জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত থাকছেন ডঃ গঙ্গোপাধ্যায়।

প্রতিদিনের মতো আজও সকাল সকাল দলীয় কর্মীদের সাথে নিয়ে বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় যাদবপুর কেন্দ্রে প্রচারাভিযানে বেরিয়ে পড়েছিলেন। আজ সকালে তিনি প্রথমে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে যান। সকাল আটটা নাগাদ সোনারপুর উত্তরের মন্ডল ৩ এর অন্তর্গত রাধা হাউজিং কমপ্লেক্স থেকে ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এক বিশাল পদযাত্রা শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সমর্থনে এই পদযাত্রা রাধা হাউজিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে রুমঝুম পার্ক ব্রিজ পর্যন্ত চলে। এপ্রিল মাসের তপ্ত গরমে, প্রখর রোদ উপেক্ষা করে অসংখ্য সাধারন মানুষ দেশের স্বার্থে নরেন্দ্রমোদীকে সমর্থনের জন্য এই পদযাত্রায় অংশ নেন। এই পদযাত্রাকে কেন্দ্রকরে রাস্তার দুইধারে মানুষের স্বতস্ফুর্ত উদ্দীপনা ছিল চোখে পড়ার মতোন। পদযাত্রা চলাকালীন পথচলতি মানুষদের কাছেও করজোড়ে বিজেপির জন্য ভোট প্রার্থনা করেন তিনি, এছাড়া বহুমানুষ নিজ থেকেই ডঃ গঙ্গোপাধ্যায়ের সাথে করমর্দনও করেন। এরআগে বহুবার ডঃ গঙ্গোপাধ্যায় বিভিন্ন পথসভায় বলেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নত ও শক্তিশালী ভারত গড়ার সৈনিক। সেজন্য দেশের স্বার্থে নিরলস ভাবে যাদবপুর কেন্দ্রজুড়ে প্রখর গরম উপেক্ষা করেই নির্বাচনী প্রচার করে চলেছেন তিনি। ডঃ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন জনগনের আশীর্বাদ ও ভালবাসা তাদের সাথে রয়েছে। প্রায় দুপুর দুটো নাগাদ এই পদযাত্রা শেষ হয়। এরপর মধ্যাহ্নোভোজনের পর পুনরায় ডঃ গঙ্গোপাধ্যায় আরও একটি পদযাত্রায় ব্যস্ত হয়ে পড়েন। মধ্যাহ্নভোজনের পর সোনারপুর উত্তরকেন্দ্রেই মন্ডল ৫ এর অন্তর্গত বাঘেরখোল থেকে রক্ষিতের মোড় পর্যন্ত পদযাত্রা অংশ নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *