অফবিট

শাসকদলের অস্বস্তি বাড়িয়ে ভাঙ্গরেও বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের  সমর্থনে বিপুল মানুষের উপস্থিতি

আগামী ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহন হতে চলেছে দেশজুড়ে। যারজন্য লোকসভা ভোটকে কেন্দ্রকরে রাজ্য রাজনীতিতে ব্যস্ততা তুঙ্গে। উত্তরবঙ্গে ভোট সম্পূর্ন হলেও দক্ষিনবঙ্গ জুড়ে আগামী পঞ্চম দফায় ভোটগ্রহন হতে চলেছে। কিন্তু দক্ষিনবঙ্গে  তীব্র তাপপ্রবাহের কারনে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজ্যবাসী। ৪৩ ডিগ্রি সেলসিয়াসের অসহনীয় তাপমাত্রা এবং গরম লু বাতাসের প্রভাবে জেরবার দক্ষিনবঙ্গের জনজীবন। কিন্ত তারমধ্যেও ভোটপ্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলই। দক্ষিনবঙ্গের সমস্ত লোকসভা কেন্দ্রের মধ্যে যাদবপুর কেন্দ্রে সবচেয়ে জমজমাট লড়াই হতে চলেছে। যাদবপুর কেন্দ্রে বিজেপি, শাসকদল তৃনমূল কংগ্রেস ও সিপিআইএম সবদলই প্রখর রোদ উপেক্ষা করেই তাদের নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে।

বিগত সব লোকসভা নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে বঙ্গ বিজেপি সবচেয়ে প্রতাপশালী প্রার্থী দিয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে বিজেপিকে জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। প্রতিদিনই কয়েকদফা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটছে ডঃ গঙ্গোপাধ্যায়ের। আজও তিনদফা কর্মসূচিতে ব্যস্ত ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়। আজ সকালে ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে প্রচারাভিযান শুরু করেন ডঃ গঙ্গোপাধ্যায়। আজ সকাল আটটা নাগাদ ভাঙ্গরের মন্ডল ১ এর খারম্বা দক্ষিন পাড়া থেকে ঘটকপুকুর ১ নম্বর বিডিও অফিস পর্যন্ত টোটোয় করে জনসংযোগ যাত্রা শুরু করেন ডঃ গঙ্গোপাধ্যায়। ভারতবর্ষের নেতৃত্ব পুনরায় শ্রী নরেন্দ্র মোদীর মতো একজন যোগ্য নেতার হাতে তুলে দেওয়াই প্রধানলক্ষ্য ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের জনগনকে শাসকদল তৃনমূল কংগ্রেসের অপশাসন থেকে মুক্ত করা এবং কেন্দ্রীয় সরকারের জনকল্যানমুখী প্রকল্পের সুবিধা সাধারন মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই জনযাত্রার মূল উদ্দেশ্য। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ভাঙ্গরে সবচেয়ে বেশী মুসলিম জনসংখ্যা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে ভাঙ্গরে বিধায়ক হয়েছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফের নওশাদ সিদ্দিকী। কিন্ত অবাক করার মতোন ব্যাপার যে এই মুসলিম অধ্যুষিত ভাঙ্গরে আজ ডঃ অনির্বানের গঙ্গোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় বহু মুসলিম জনতাও অংশগ্রহন করে। প্রখর রোদ উপেক্ষা করেই বেলা বারোটা পর্যন্ত কখনও টোটোতে, কখনও পায়ে হেঁটে প্রচারাভিযান করেন ডঃ গঙ্গোপাধ্যায়। মুসলিম সম্প্রদায়ের মানুষদের সাথেও ডঃ গঙ্গোপাধ্যায় সৌজন্য বিনিময় করেন। তিনি করজোড়ে জনসাধারনের কাছে দেশের স্বার্থে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করবার আহ্বান জানিয়েছেন। নওশাদ সিদ্দিকীর গড়ে আজ যেভাবে সাধারন মানুষ বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়কে সমর্থন করলো তা সত্যিই অকল্পনীয়। ভাঙ্গরে আইএসএফ জিতে যাওয়ায় ইতিমধ্যেই শাসকদলের মুসলিম ভোট ভাগ হয়ে গিয়েছে। এবার ডঃ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিপুল মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি শাসকদলের অস্বস্তি যে আরও বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখেনা। আজকের জনসংযোগ যাত্রার পর বিজেপি ভাঙ্গর থেকেও ভালো ভোট পাওয়ার আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *