অফবিট

মিষ্টি ভাষায় অনির্বাণ যাদবপুরের জনসভা থেকে আক্রমণ করলেন তৃণমূলকে!

আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্রকরে যাদবপুর কেন্দ্রে বঙ্গ বিজেপি মোনোনীত প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় জনসংযোগের জন্য নিজের সর্বাত্মক চেষ্টা করছেন। প্রতিদিনই তিনি প্রচুর জনসংযোগ যাত্রা, পথসভা করছেন। প্রত্যহ সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত বেশ কয়েকদফা কর্মসূচি থাকছে তার। অন্যান্য দিনের মতোনই আজ সকালেও প্রচারে ডঃ অনিবার্ন গঙ্গোপাধ্যায় সবার প্রথমে মা এর শ্রীচরনে পূজো জানিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সোনারপুর উত্তর বিধানসভায় জনসংযোগ কর্মসূচি শুরু করেন। তার নেতৃত্বে বৈশাখ মাসের তীব্র গরম, রোদের মধ্যেও বিজেপি কর্মীরা জনসংযোগ কর্মসূচি করে চলেছে নিরলস ভাবে। প্রত্যেকদিনের মতেই আজও জনসংযোগ কর্মসূচিতে সাধারন মানুষের উপছে পড়া ভিড় ছিল। রাস্তার দুধারে অসংখ্য সাধারন মানুষ একটিবার ডঃ গঙ্গোপাধ্যায়কে চোখে দেখবার জন্য উপস্থিত ছিলেন। বিশেষকরে তীব্র গরমে বয়স্ক মানুষদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতোন। যারজন্য ডঃ গঙ্গোপাধ্যায় তার জনসংযোগ কর্মসূচির মধ্যেই বয়স্ক মানুষদের সাথে একটু বেশীই সময় কাটালেন। তিনি তাদের সমস্ত অভিযোগের কথা মন দিয়ে শুনেছেন এবং ভবিষ্যতে এই সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

যাদবপুর স্টেশনের কাছে সুকান্ত সেতু হকার্স মার্কেটে গতকাল সন্ধ্যা সাতটার সময় একটি জনসভা করেন ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়। যথারীতি এই জনসভাতেও অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এই জনসভাতে তিনি আগামীতে যাদবপুর কেন্দ্রের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ন বক্তৃতা দেন। তবে বক্তৃতা শুরুর আগে তিনি সাধারন মানুষের কাছে আশীর্বাদ চান। যাদবপুর লোকসভা কেন্দ্র বরাবরই সিপিআইএমের একটি শক্ত ঘাঁটি ছিল। তবে গত পনেরো বছর ধরে যাদবপুর কেন্দ্রে রাজ্যের শাসকদল তৃনমূলের প্রধান্য রয়েছে। কিন্ত তাসত্বেও এতদিন ধরে যাদবপুর কেন্দ্রে তেমন কোনও উন্নয়ন হয়নি। এই কথাই নিজের ভাষনে জানিয়ে ডঃ গঙ্গোপাধ্যায় ভবিষ্যতে এই এলাকায় জনকল্যানকর কাজের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পুনরায় নরেন্দ্র মোদী মহাশয়কে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনের অনুরোধ করেছেন সাধারন মানুষের কাছে। সম্প্রতি রামনবমীর আগে রাজ্যের শাসকদলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দাঙ্গাবাজ বলে এবং রামনবমী উপলক্ষে রাজ্যে দাঙ্গার আশঙ্কা প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আল্লাহর নামে শপথ করে রাজ্যে দাঙ্গা না হতে দেবার কথা জানায়। এইপ্রসঙ্গে ডাঃ অনির্বান গঙ্গোপাধ্যায় তার ভাষনে জানিয়েছে একজন হিন্দু মহিলা হয়ে মুসলীম ভোটের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আল্লাহের নামে শপথ করেছে। তিনি আরও বলেন পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে অত্যন্ত শান্তিপূর্ন ভাবে রামনবমী পালন করা হয়েছে কারন বিজেপি কখনও দাঙ্গাবাজ দল নয়। বরং রামনবমী উপলক্ষে রাজ্যে বিপরীত চিত্র লক্ষ্য করাযায়। যে শাসকদলের কর্মীরা অতীতে রামনবমী থেকে দূরে থাকতো, সেই শাসকদলের নেতানেত্রীরাই এবারে রামনবমী রীতিমতো গেরুয়া বস্ত্র পরিধান করে ভগবান শ্রীরামের পূজোয় অংশ নিয়েছিল হিন্দু ভোট আকর্ষনের জন্য। কারন শাসকদল বুঝতে পেরেছে মুসলীম তোষননীতির কারনে হিন্দুভোট বিজেপির দিকে চলে গেছে অনেকাংশে। সেইকারনে হিন্দু ভোট আকর্ষনের জন্য শাসকদল এখন রামনবমীও পালন করছে। ডঃ গঙ্গোপাধ্যায় তার ভাষনে কারও নাম না করেই যাদবপুর কেন্দ্রে তার প্রতিপক্ষ তৃনমূল প্রার্থী সায়নী ঘোষকে ইঙ্গিত করে তার রামনবমীর মিছিল করার কথা বলেছেন। সায়নী ঘোষ অতীতে ভগবান শিবকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করেছিল। জনসভাতে ডাঃ অনির্বান গঙ্গোপাধ্যায় শাসকদল তৃনমূলের উপর অভিযোগও করেন। তিনি বলেন যাদবপুর বিধানাসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় তৃনমূল কাউন্সিলর ও নেতারা বিজেপির প্রচারে বাধা দিচ্ছে, বিজেপির কর্মীদের পতাকা লাগাতে না দেওয়া হচ্ছেনা, বিজেপির পতাকা খুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ডাঃ গঙ্গোপাধ্যায় তৃনমূল নেতা কর্মীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগও করেছেন। তার ধারনা ভোটের সময় বিজেপির কর্মীরা যাতে ঘর থেকে বেরোতে না পারে তারজন্য তৃনমূল নেতা কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *