সত্যি কি ডান্সিং ড্রাগনের উপস্থিতি ছিল চীনে?
নিউজ ডেস্ক – প্রাচীনকালের এক আদি পৃথিবীর নিদর্শন ছিল ডাইনোসর প্রজাতির জন্তুরা। তবে বিশেষজ্ঞদের বহু তল্লাশিতে খোঁজ পাওয়া গেল এক বিশালাকৃতির ডাইনোসর পাখি। শুনলে তাজ্জব হওয়ারই কথা। কারণ ডাইনোসর চার হাত পা বিশিষ্ট একটি জন্ত বলেই জানেন সকলে। কিন্তু বিভিন্ন পর্যবেক্ষণ করে এক ডাইনোসর আকৃতির পাখির জীবাশ্ম পেয়েছেন বিজ্ঞানীরা। এই প্রকৃতির ডাইনোসর তথা পাখিগুলির নাম ডান্সিং ড্রাগন। এই যন্তটির নাম ড্রাগন হলেও দেখতে এক বিশাল আকৃতির পাখির মতো।
বিজ্ঞানীরা বিস্তারিত ভাবে জানান ১২০ মিলিয়ন বছর পুরনো ডাইনোসর আকৃতির পাখির জীবাশ্মটি পাওয়া গিয়েছিল চিনের জেহোলে এক কৃষকের বাড়িতে। কিন্তু দুর্ভাগ্য জনিত কারণে সেই জীবাশ্ম বহু বছর আগে উদ্ধার হলেও তা নিয়ে কোনো রকম বিচার বিশ্লেষণ করা হয়নি আজ পর্যন্ত। কিন্তু সম্প্রতি গবেষকরা জীবাশ্মের সাথে পাওয়া নরম টিস্যু যুক্ত পালক নিয়ে নানারকম পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন জীবাশ্মটি দুই পা বিশিষ্ট ক্রিটেশিয়াস পিরিয়ডের ডায়নোসর, যার আকৃতি একটি কাকের থেকে সামান্য বড়। পাশাপাশি যে টিস্যু পালকটি উদ্ধার করা হয় সেটি মূলত লেজ ও পায়ের অন্তঃস্থ অঞ্চলের অংশবিশেষ। কার্যত টিস্যু নিয়ে একাধিক গবেষণা চালু রেখেছে বিজ্ঞানীরা। আশা করা যাচ্ছে ভবিষ্যতে এর থেকে বহু অজানা তথ্য উদ্ধার হবে।