অফবিট

ভারতে কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর কেন বিয়ে করেন নি?

নিউজ ডেস্কঃ লতা মঙ্গেশকর সংগীত জগতে একটি বড় এবং অমর নাম।তিনি প্রথমবার মঞ্চে গান গেয়ে লতা ২৫ টাকা পারিশ্রমিক পান।এটাই ছিল তার জীবনের প্রথম উপার্জন। ১৯৪২ সালে প্রথমবার মারাঠা চলচ্চিত্র ‘কিতী হাসাল’-এর জন্য লতা গান গেয়েছিলেন।তাঁর গলায়  গাওয়া এক একটি গান অমর সৃষ্টি হয়ে রয়েছে সংগীত জগতে।তাঁর এই অমর সৃষ্টি ছরিয়ে রয়েছে দেশ বিদেশে।তিনি হিন্দি বাংলা ছাড়াও প্রায় তিরিশটিরও বেশি ভাষায় গান গেয়েছেন।আজ তাঁর গাওয়া গানের সংখ্যা অসংখ্য।এত গুনবতি হওয়া সত্বেও কেন বিবাহ করেন নি এই কোকিল কণ্ঠী নারী?

পিতা দীননাথ  মঙ্গেশকর তাঁর হাত ধরে গান শিখেছিলেন তিনি।বাবার সাথে ছায়ার মতো সবখানেই যাওয়া আসা করতেন লতা।তবে বাবা ছায়া খুব বেশিদিন থাকেনি লতা এবং মঙ্গেশকর পরিবারের উপর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দ্বীনানাথ মঙ্গেশকর।তখন লতার বয়স মাত্র ১৩ বছর।বাবার মৃত্যু পর ওই ১৩ বছর বয়সী লতার কাঁধে সম্পূর্ণ পরিবারের দায়িত্ব এসে পড়ে ।যার ফলে তখন তাঁকে কর্মজীবন প্রবেশ করতে হয়। আর তখন থেকে শুরু হয় তাঁর গান গাওয়ার পথ চলা। তবে তিনি শৈশবকালে কুন্দনলাল সেহগলের চলচ্চিত্র ‘চণ্ডীদাস’ দেখে বলেছিলেন যে তিনি বড় হয়ে সেহগলকেই বিয়ে করবেন। কিন্তু তাঁর আর বিয়ে করা হয়নি। কারন হিসাবে তিনি জানিয়ে ছিলেন যে  তার ওপর পরিবারের সকল সদস্যের দায়িত্ব ছিল।তাই এমন পরিস্থিতিতে কখন বিয়ের চিন্তা এলেও সেটাকে তিনি গুরুত্ব দেয়ার কথা ভাবতেই পারেননি। সঙ্গীতকেই জীবনের একমাত্র অবলম্বন হিসাবে বেছে নিয়েছিলেন লতা মঙ্গেশকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *