শৈশব থেকেই মহাকাশের হেলমেট পড়ে ঘুরে বেড়াচ্ছেন যে মহিলা। কি এমন কারন রয়েছে এর পেছনে?
নিউজ ডেস্ক – মহাকাশে যাওয়া কিংবা সেই সম্পর্কে জানা কার না ভালো লাগে। তবে তাই বলে কি মহাকাশচারীদের হেলমেট পড়ে ঘুরে বেড়াতে হবে! কক্ষনো না। কিন্তু এক মহিলাসহ সবথেকে মহাকাশযানে হেলমেট পড়ে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি সকলের কাছে হাস্যকর হলেও তার কাছে প্রয়োজনীয়। কারণ তিনি ত্বকের এমন একটি রোগে ভুগছেন খুবই মারাত্মক। মরক্কোর বাসিন্দা। নাম তার ফাতেমা গাজেভি।
ফতেমা জানিয়েছেন যখন তার বয়স মাত্র ১৩ তখনই তিনি তাঁর এই রোগ সম্পর্কে অবগত হন। এরপরই চিকিৎসকের কাছে গেলে ডাক্তার পরামর্শ দিয়েছেন এই রোগটির নাম হচ্ছে জিরোডার্মা পাইগামেন্টোসাম। সাধারণ মানুষের ক্ষেত্রে রোদে বের হলে গায়ের ত্বক কিংবা মুখ পুড়ে যাওয়ার পরেও সেই কোষ গুলি পুনরায় জীবিত হতে পারে। কিন্তু যে সকল ব্যক্তি এই রোগে জর্জরিত তাদের ক্ষেত্রে সূর্যের তাপ লাগলে স্কিন ক্যান্সার হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে রোদ থেকে বেঁচে থাকা একান্ত প্রয়োজন। তাই বাধ্য হয়েই ২০ বছর ধরে মহাকাশচারীদের হেলমেট পড়ে ঘুরে বেড়ান তিনি। পাশাপাশি দিনের বেলায় ঘরের বাইরে বেরোন না এবং রাতে বেরোলেও হাতে গ্লাভস এবং মুখে মাক্স থাকে। সুতরাং নিজের জীবন বাঁচাতে অন্যের কাছে হাস্যকর হলেও তিনি রাজি আছেন।