গুড ফ্রাইডেতে পরতে হয় কালো পোশাক, এই বিশেষ দিনে আর কী কী নিয়ম মানতে হয়?
নিউজ ডেস্ক: আমরা সবাই জানি যে গুড ফ্রাইডেড দিয়ে খ্রিস্টান ধর্মালম্বী মানুষরা কালো পোশাক পরে। কারণ কালো রং কে শোকের প্রতীক হিসেবে মানা হয়। তবেই একটিই নয় আরো বেশ কিছু নিয়ম পালন করে থাকেন খ্রিস্টানরা। কি কি সেই নিয়মগুলো-
কী কী নিয়ম পালন করে?
গুড ফ্রাইডের দিনটিতেও একগুচ্ছ নিয়মাবলি থাকে খ্রিস্টানদের জন্য। তবে বাইবেলে এই বিশেষ দিনের জন্য আলাদা কোনও নিয়মাবলি উল্লেখ করা নেই।
গুড ফ্রাইডে এই দিনটি গোটা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় মানুষজন সারাদিন অভুক্ত থেকে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি স্মরণ করেন। মনে করা হয় যে এই দিনটিতে দুপুর ১২ টা থেকে ৩টে এই সময়ের মধ্যেই যীশুখ্রীষ্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। যার কারনে এই দিনে চার্চে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত বিশেষ উপাসনার আয়োজন করা হয় এবং এই উপাসনায় অংশগ্রহন করে খ্রিস্টানরা। এই দিনটিতে অনেকে আমিষ খাওয়া খান না। এই দিনটিতে যেহেতু যীশুখ্রীষ্ট মৃত্যুবরণ করেছিলেন সেই কারণে এই দিন গির্জায় খ্রিস্টানরা কালো পোশাক পড়ে যান। কারণ কালো রং কে শোকের প্রতীক হিসেবে মানা হয়।
এই দিনে কী কী কাজ করা উচিত নয়?
বাইবেলে সেইরকম কোন নিয়মের উল্লেখ নেই। তবে খ্রিস্টান সম্প্রদায় বেশ কিছু নিয়ম এই দিনটিতে পালন করে আসছেন যুগ যুগ ধরে।
এই দিনে কোন কাজ করা উচিত নয় এবং এই দিনটি একদম চুপচাপ ভাবে কাটাতে হবে।
এই দিনে মোমবাতি বা অন্য কোন আলো বাড়িতে জ্বালানো উচিত নয়।
এই দিনটিতে সিনেমা বা খেলা দেখতে যাওয়া একদমই উচিত নয়।
গুড ফ্রাইডের একদিন পরেই মৃত্যুকে পরাজিত করে যিশু খ্রিস্টের পুনরুত্থান ঘটে আর এই দিনটিকেই ইস্টার সানডে (Easter Sunday) বলা হয়। খ্রিস্টানরা বিশ্বাস করেন যে এই দিনে যীশু খ্রীষ্টের সাথে মৃত্যুর অধিপতি শয়তানের প্রবল যুদ্ধ হয়েছিল। যার পরিনাম হিসাবে দাড়িয়েছিল শয়তানের পরাজয়। অনেকেই এই দিনটিতে মেনে চলেন শুক্রবারের অধিকাংশ নিয়মাবলি। ইস্টার সানডে উদযাপিত হয় গুড ফ্রাইডের ঠিক দু’দিন পরে। এই দিনে মৃত্যুকে হারিয়ে যীশুখ্রীষ্টের পুরনরুত্থান হয়। এই দিন থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসে।
