অফবিট

মহাভারত লিখতে পালকের কলম নয়। তাহলে কি ব্যবহার করেছিলেন শিব পুত্র গনেশ?

নিউজ ডেস্কঃ মহাকাব্যগুলির মধ্যে একটি অন্যতম মহাকাব্য হল মহাভারত।এই মহাকাব্যটির রচনা করেছিলেন মহাঋষি বেদব্যাস।এই পর্যন্ত আমরা সবাই জানি।তবে এই মহাকাব্যের রচনা মহাঋষি বেদব্যাস  করেছিলেন কিন্তু লিখেছিলেন কে এবং কীসের দ্বারা এই কাব্যটি লেখা হয়েছিল অর্থাৎ এই কাব্যটি লেখার সময় পালকের কলমের পরিবর্তে কি ব্যবহার করেছিলেন? জেনে নিন মহাভারতের রচনা সম্পর্কিত অজানা তথ্য।      

পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাঋষি বেদব্যাস ঠিক করেছিলেন যে তিনি  মহাভারত রচনা করবেন|মহাভারত রচনা করতে গিয়ে দেখলেন যে এই মহাকাব্যের শ্লোক রচনা করে অত বড় মহাকাব্য লেখা কঠিন। তখন এই সমস্যা সমাধানের জন্য মহাঋষি বেদব্যাস প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন|তখন ব্রহ্মাদেব বেদব্যাসকে পরামর্শ দিলেন যে গণেশের সাহায্য নিতে| তখন বেদব্যাস গনেশের তপস্যায় বসলেন|তারপর গণেশ বেদব্যাসের তপস্যায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন এবং বেদব্যাসকে সাহায্য করতে সম্মত হলেন|তবে গনেশের একটি  শর্ত দিলেন যে বেদব্যাস এক মুহূর্তের জন্যেও যদি শ্লোক বলা বন্ধ করেন তাহলে গণেশ আর লিখবেন না|এতে বেদব্যাস রাজি হন।তারপর বিপদ বুঝে  বেদব্যাসও গণেশকে একটি শর্ত দিলেন যে গণেশকেও সব শ্লোক বুঝে লিখতে হবে অর্থাৎ আগে বুঝতে হবে  তারপর লিখতে হবে | এই শর্তে গণেশও সম্মত হলেন।তারপর শুরু হল মহাভারত লেখা |মহাভারত বলার সময় বেদব্যাস ইচ্ছে করে জটিল শ্লোক রচনা করে বলতে লাগলেন |যাতে গণেশ বুঝতে সময় নিলেন এবং এতে বেদব্যাস পরবর্তী শ্লোক রচনার করার জন্যে সময় পেয়ে গেলেন|এইভাবে একদিকে ব্যাস বলে চলেন এবং গণপতি  লিখে গেলেন |এরপর লিখতে লিখতে হঠাৎ পালকের কলম গেল ভেঙে|কিন্তু শর্ত অনুযায়ী গণেশ লেখা থামাতে পারবেন না।তখন উপায় না দেখে  গণেশ নিজের একটি দাঁত ভেঙে নিলেন |আর সেটাই হল মহাভারত লেখার কলম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *