বেশী পরিমানে মাউথ ওয়াশ ব্যবহার ডেকে আনতে পারে বিরাট বিপদ
নিউজ ডেস্কঃ দাঁতের যত্ন নেওয়াটা ভীষণভাবে দরকার। আট থেকে আশি কমবেশি অনেকেই দাঁতের সমসসায় ভোগেন।আর সেই কারনে একাধিক নিয়মও মেনে চলেন তারা। যেমন দিনে দুবার নিয়ম করে দাঁত মাজা থেকে শুরু করে মাউথ ওয়াশ ব্যবহার করা। তবে অতিরিক্ত কোনও কিছুই ভালো নয়। বেশী পরিমানে মাউথ ওয়াশ আপনার বিপদ ডেকে আনতে পারে।
বেশী পরিমানে মাউথওয়াশ ব্যবহার করলে মুখ এবং গলার ক্যানসারের ঝুঁকি বাড়ে এমনটাই রিপোর্টে এসেছে এক গবেষণায়৷ যারা দিনে তিন বা তার বেশি মাউথওয়াশ ব্যবহার করে থাকেন তারা এই ধরনের ক্যানসারে আক্রান্ত হতে পারেন৷ গবেষণায় এমনও দেখা গেছে যে মুখের খারাপ স্বাস্থ্য এবং নিয়ম করে ডেন্টাল চেকআপ বেশী করার ফলেও মুখ ও গলায় ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে৷
জার্মানির বেরমেন ইন্সটিটিউট ফর প্রিভেনশন রিসার্চ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের অধ্যাপক উল্ফগ্যাঙ্গ আ্যাহরেন্স জানিয়েছিলেন যে মাউথওয়াশের অতিরিক্ত ব্যবহারের ফলেই এইসব ক্যানসারে কোষের বৃদ্ধি লক্ষ্য করা গেছে, তবে এর জন্য আরও বিস্তর ভাবে খুঁটিনাটি পরীক্ষা এবং ভালোভাবে গবেষণার প্রয়োজন আছে৷
পাশাপাশি গবেষণায় এমনও দেখা গেছে যে, মাইথওয়াশ অ্যালকোহলের থেকেও বেশি ক্ষতিকর৷ অ্যালকোহলের থেকে মাইথওয়াশ ব্যবহার করলে মুখের ক্যানসারের সম্ভবনা কমপক্ষে ২৬ শতাংশ বেড়ে যায়৷