ইভেন্টদোল উৎসব

দোল উৎসব কবে সুচনা করা হয়েছিল? রবিন্দ্রনাথ ঠাকুর কোথায় প্রথম এই উৎসব করেছিলেন?

অরণ্যা সরকারঃ আমের মুকুল, বেগনি রঙের বোগেনভোলিয়া আর অকালবৈশাখী আহ্বান জানাচ্ছে বসন্তের। প্রকৃতি সেজে উঠেছে আর বাকি দিচ্ছে দোল উৎসবের। আর তাই প্রকৃতির রঙে রঙ মিলিয়ে নিতে প্রস্তুত শহরবাসী। রবিবার শহরে অনুষ্ঠিত হল দোল উৎসব এবং অপরদিকে শান্তিনিকেতনে এবছর বসন্ত উৎসব দোল উৎসব হওয়া সম্ভব হয়নি করনা ভাইরাসের কারনে। শান্তিনিকেতনের দোল উৎসব নিয়ে শুধু দেশের নয়, বিদেশের মানুষেরও উৎসাহের অন্ত নেই।

১৮৬৩ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নিভৃতে ঈশ্বরচিন্তা ও ধর্মালোচনার উদ্দেশ্যে বোলপুর শহরের উত্তর-পশ্চিমাংশে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন।

১৯০৭ সালের ১৭ই ফেব্রুয়ারি, বসন্তপঞ্চমীতে, শমীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে, যে ঋতু উৎসবের সূচনা হয়, তারই পরিবর্তিত ও পরিমার্জিত রূপ শান্তিনিকেতনের আজকের এই বসন্ত উৎসব বা বসন্তোৎসব। সরস্বতীর পূজার দিন শুরু হলেও পরবর্তী কালে সে অনুষ্ঠান বিভিন্ন বছর ভিন্ন ভিন্ন তারিখ ও তিথিতে হয়েছে। শান্তিনিকেতনের প্রাণপুরুষ রবীন্দ্রনাথের বিদেশযাত্রা বা অন্য আরও দিক মাথায় রেখে কোনও এক নির্দিষ্ট দিনে আশ্রমবাসী মিলিত হতেন বসন্তের আনন্দ অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *