ভ্যালেন্টাইন ডে

ভালোবাসার মানুষকে এমন কি উপহার দেবেন যাতে তারা খুশি হয়ে যায় ভেবে পাচ্ছেন না! !

এখন বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস চলছে, আর ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মরশুম। গত ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ ,অর্থাৎ valentines day। 

                           ‘লাভ ইস ইন দ্য এয়ার’- এই ছোট্ট একটি লাইন যখনই আমরা শুনি, তখনই আমাদের মনে পড়ে যায় বিশেষ মানুষটির কথা। আর এই ভালোবাসার সপ্তাহে তো আরো বেশি করে মনে পড়ে সেই মানুষটির কথা।                                                      

                              কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে তে মনের মানুষকে  কোন জিনিস উপহার দেবেন, ভেবে পাচ্ছেন না?! তাহলে আপনার জন্যই রইল এই তালিকা-

  • আপনার মনের মানুষকে একটি স্ক্রাপবুক উপহার দিতে পারেন। ভালোবাসার পুরনো স্মৃতি ফিরে দেখতে কার না ভালো লাগে! আপনার সঙ্গে আপনার প্রিয় মানুষটার এতদিনের একসাথে পথচলা বিভিন্নভাবে রঙিন কাগজে এঁকে কিংবা হাতে লিখে একটি অ্যালবাম তৈরি করে উপহার দিতে পারেন। 
  • ফোটো ফ্রেম উপহার দিতে পারেন মনের মানুষটাকে। তাঁর সঙ্গে বিভিন্ন ক্যামেরাবন্দি মুহূর্ত একটি ফোটোফ্রেমের মধ্যে করে উপহার দিন। সুখের দিনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে কার না ভালো লাগে।
  • ভ্যালেন্টাইন্স ডে-র মতো বিশেষ দিনে আংটি উপহার দিয়ে মনের মানুষকে সারাজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দিতে পারেন। 
  • আজকাল আশেপাশের নানা দোকানে পারসোনালাইজড গিফট পাওয়া যায়। কফি মগের গায়ে নিজের সঙ্গে মনের মানুষের ছবি ব্যবহার করে বানিয়ে নিন। আর উপহার দিন। সঙ্গী যখনই সেই কফি মগ দেখবেন, তখনই আপনার সাথে কাটানো প্রেমের মুহূর্তের কথা তার মনে পড়বে। 
  • সঙ্গীর জন্য বিশেষ ডিনারের আয়োজন করতে পারেন। মোমবাতি, ফুল দিয়ে সাজিয়ে নিন ডিনার টেবল। সঙ্গে থাকুক পছন্দের গান । রোম্যান্টিকতায় ভরে উঠবে চারপাশের পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *