মহা শিবরাত্রি

কেন পালন করা হয় শিবরাত্রি?

নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকটি দিন বাকি তারপরই ঘরের মেয়েরা মাতবে শিবের আরধনায়।  প্রতিবছর মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় শিবরাত্রি। কিন্তু এই দিনেই কেন পালন করা হয় শিবরাত্রি। কি ঘটেছিল এই দিনে?

* পুরাণ অনুযায়ী বলা হয় যে এই দিনে দেবাদিদেব মহাদেবের সাথে দেবী পার্বতীর মিলন হয়েছিল। এছাড়াও কথিত আছে যে  এইদিনেই  সৃষ্টি করা হয়েছিল  বিশ্ব ব্রহ্মাণ্ড।

* শিবরাত্রির ব্রতকথা অনুসারে, এইদিন এক শিকারি শিকারের আশায় বানের মধ্যে ঘুরতে ঘুরতে থাকে। কিন্তু  কোনও শিকার না পেয়ে ক্লান্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন একটি বেলগাছের ডালে। তিনি নিজের অজান্তেই  বেলপাতা ছিঁড়ে নীচে ফেলতে থাকেন। আর এই গাছের নীচেই ছিল একটি শিবলিঙ্গ। ভগবান শিব বেলপাতা পেয়ে তুষ্ট হয়ে তাঁকে আশীর্বাদ করেন। 

* অন্য আরেকটি কাহিনী অনুসারে, এইদিন দেবতা ও রাক্ষসরা মিলে শুরু করেছিল সমুদ্র মন্থন।   সমুদ্র মন্থনের   সময় উঠে এসে ছিল ভয়ানক কালকূট বিষ যা  সমস্ত ব্ৰহ্মান্ডের বায়ু বিষাক্ত করে দিয়েছিল। এই বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে ভগবান শিব বিষ পান করেন এবং তাঁর কণ্ঠ নীল হয়ে যায়। এই থেকেই  তাঁর আরেকটি নাম হয় ‘নীলকণ্ঠ’। এই জন্যই এই তিথিতে পালন করা হয় শিবরাত্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *