দুই চামচ মধু এবং এক চামচ অর্জুন গাছের ছাল মিশিয়ে লাগালে বিশেষ উপকার হবে। ব্রনের মতো সমস্যা সহজে সারানোর কিছু টিপস
নিউজ ডেস্কঃ মুখের সমস্যায় ভুগতে দেখা যায় প্রচুর মানুষকে। বিশেষ করে কালো ছোপ বা সাদা ছোপ বা ব্রনের মতো সমস্যা থাকার কারনে। আর সেই কারনে একাধিক চেষ্টা করেও থাকেন কিছু মানুষের কমলেও কিছু মানুষের কমেনা। বাড়ির কিছু সহজ জিনিসেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।
কালো ছোপঃ
লিভারের গন্ডগোল থেকেই এটা বেশি হয়। তবে প্রখর রোদে বা পিরিয়ডের গোলমালও এর অন্যতম কারন হতে পারে।
টক বা অ্যাসিড জাতীয় খাবার বেশি না খাওয়া ও সরাসরি চড়া রৌদ্র না লাগানো উচিত।
মুখে কালো ছোপ থাকলে সোমরাজ, কলমিশাকের রস, গাম্ভির ছাল আধ চামচ করে নিয়ে জলে ফুটিয়ে মুখে মাখা ও শুকিয়ে গেলে পরিষ্কার জলে মুখ ধোয়া।
মুখে ছোপ ছোপ দাগ হলে অশোক আধ চামচ, মটর ডাল বেসনের সাথে মুখে লাগিয়ে ধোওয়া।
মুখে কালো দাগ হলে আকন্দের আঠার সাথে কাঁচা হলুদ বাটা পেস্ট করে মুখে লাগান।
মেচেতাঃ
মেচেতা হলে এক টুকরো দারুচিনি, একটি ছোট এলাচ ও আমচ গুলঞ্চ জল দিয়ে খাওয়ান।
মুখে মেচেতা হলে সুষনী শাক, এক চামচ চন্দন, দুই চামচ দেবদারুর ছাল জলে ফুটিয়ে ছেঁকে সেই জল গরম অবস্থায় মুখে লাগান।
দুই চামচ মধু এবং এক চামচ অর্জুন গাছের ছাল মিশিয়ে লাগালে বিশেষ উপকার হবে।
মুখের ত্বক উজ্জ্বল করতেঃ
একাজে গোলাপের পাপড়ির জুড়ি নেই।প্রতিদিন গোলাপের পাপড়ি দুধের সর দিয়ে বেটে নিয়মিত মুখে মাখতে হবে।
প্রতিদিন সকালে মুখে দই লাগিয়ে কিছুক্ষণ মালিশ করে ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেললে মুখের উজ্জ্বলতা বাড়বে।
আধ চামচ করে অর্জুন, বকুল, বট গরম জল দিয়ে মেখে মধু দিয়ে খাওয়া উচিত।
বাসক পাতা, অশোক ও শঙ্খ গুঁড়ো আধ চামচ করে মুখে মাখা উচিত। পদ্ম পাপড়ি দশ-পনেরোটি ও দুটি কদমপাতা বেটে লাগানো উচিত।