বিনোদন

রোমাঞ্চকর নতুন ছন্দের গল্প “সৎ ভূত অদ্ভূত”

প্রীতম সরকারের পরিচালনায় আসছে বাংলা ছবি ‘সৎভূত অদ্ভুত’। শীর্ষ সঙ্গীতের রেকর্ডিং সারলেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ মজুমদার। তাঁর সঙ্গে এই গানে গলা মিলিয়েছেন নবাগতা আদ্রিকা চৌধুরী। গানটি লিখেছেন প্রীতম নিজেই । আর সঙ্গীত পরিচালনার রয়েছে সন্দীপ করে।
শিলাজিৎ বলেন, “এই গানটি খুব মজার একটি গান । ভূত মানে সবাই ভয়ের কথা ভাবে কিন্তু এ ছবির ভূত যেমন মজার তেমনি এ ছবির টাইটেল সং-টিও খুব মজার । সবথেকে বড় কথা গানটা খুব সহজ সরল । কী বলতে চাওয়া হচ্ছে গানের মাধ্যমে সেটা সহজেই বুঝে ফেলা যাবে বলে আমার বিশ্বাস|

গল্পটির প্রেক্ষাপট শুরু হচ্ছে দুই বন্ধু দিয়ে বিল্টু ও রানা। পেশায় তারা চোর এবং টিকিট ব্ল্যাকার। এসব করতে করতে একদিন তারা ধরা পড়ে যায় এবং বেধড়ক মার খায়। অবশেষে, ঘন জঙ্গলে মার খাওয়া অবস্থায় তারা চলে যায় তার পরেই তাদের মাথায় আসে এক অদ্ভূত ধারণা এবং এখান থেকেই গল্পের এক নতুন পর্ব শুরু হয়। দুটি অসৎ ছেলের সৎ পথে সমাজের সঙ্গে লড়াই। শর্ত পূরণের তাগিদে সমাজের বড় বড় মহারথীদের সঙ্গে পাল্লা দিয়ে কিভাবে তাদের জীবনের ছন্দ বদলাবে ! আদৌ বদলাতে পারবে কিনা? কী ঘটেছিল সেদিন রাতে জঙ্গলে? সব মিলিয়ে এক সামাজিক কিন্তু রোমাঞ্চকর নতুন ছন্দের গল্প “সৎ ভূত অদ্ভূত”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *