ডিফেন্স

রাশিয়ার এস-৪০০ এয়ারডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ইউক্রেন? কতোটা সত্য?

রাজেশ রায়:– ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা রাশিয়ার দুটি এস-৪০০ লঞ্চার এবং এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেমের রেডার ধ্বংস করে দিয়েছে। দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে উভয় পক্ষই নিজের নিজের তরফে বিভিন্ন রকম দাবি করছে। এক পঞ্চম প্রজন্ম ওয়ার ফেয়ার বলে যার অর্থ শত্রুর বিরুদ্ধে মিথ্যা খবর রটনা করা যার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম। গত ৭ সেপ্টেম্বর ইউক্রেন সেনাবাহিনীর দক্ষিন অপারেশনাল কম্যান্ড একটি ফেসবুক ভিডিওট মাধ্যমে দাবি করেছে তারা রাশিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে ৩৭০ টি মিসাইল ও আর্টিলারি শেল ছুড়েছে যাতে একশোর বেশী রাশিয়ান সেনা, পাঁচটি গ্রাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমএলআরএস, দুটি এস ৪০০ মিসাইল লঞ্চার সিস্টেম, একটি এস-৩০০ রেডার সহ একাধিক রাশিয়ান প্রতিরক্ষা সামগ্রী ধ্বংস হয়ে গেছে। যদিও ইউক্রেনের সেনাবাহিনী স্পষ্ট ভাবে জানায়নি এস-৪০০ গুলোর সঠিক অবস্থান সম্পর্কে। আমেরিকার প্রাক্তন নেভি সীল কম্যান্ডো চাক পেফ্যারের বক্তব্য অনুযায়ী এই এস-৪০০ দুটি ইউক্রেনের খেরসন প্রদেশে রাশিয়া রেখেছিল, এগুলো হোলা প্রিস্টান শহরে নিয়ে যাওয়ার সময়েই ইউক্রেনের মিসাইল আক্রমনে ধ্বংস হয়ে যায়। চাক পেফ্যার ইউক্রেনের হয়ে ভলেন্টিয়ার সেনা হিসাবে যুদ্ধ করছে রাশিয়ার বিরুদ্ধে, গোটা বিশ্ব থেকে এমন বহু লোকই রাশিয়া, ইউক্রেন উভয়ের হয়েই যুদ্ধ করছে। ইউক্রেনের খেরসন প্রদেশের স্কাডোভস্ক জেলার একটি শহর হচ্ছে হোলা প্রিস্টান, এখানে গত কয়েকদিন ধরেই ইউক্রেনের সেনাবাহিনী হিমারস এমএলআরএস রকেট হামলা করছে। খেরসন প্রদেশ কীছুদিন আগেই রাশিয়া দখল করে নিয়েছিল কিন্তু গত কয়েকদিন ধরে ইউক্রেনরে সেনা পুনরায় যুদ্ধ করে এই শহরের বড় অংশ নিজেদের দখলে নিয়ে এসেছে।

এই মহূর্তে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এয়ারডিফেন্স সিস্টেম এস -৪০০ ইউক্রেনে আছে কীনা সেব্যাপারে সন্দেহ আছে। কারন এস-৪০০ এর রেঞ্জ ৪০০ কিলোমিটার এবং সার্ভিলেন্স রেঞ্জ ৬০০ কিলোমিটার। রাশিয়ার মূল লক্ষ্য পূর্ব ইউক্রেন দখল করা যা রাশিয়ার সীমানার পাশেই, সেক্ষেত্রে ইউক্রেনের ভিতর এস -৪০০ আনার কোন যুক্তিই নেই রাশিয়ার। এছাড়াও ইউক্রেনের বিমানবাহিনী বলতে তেমন কোন শক্তিশালী যুদ্ধবিমান নেই, শুধু কীছু মিগ-২৯ আছে যার জন্য রাশিয়ার সুপার অ্যাডভান্সড এস-৪০০ এয়ারডিফেন্স সিস্টেমের কোন প্রয়োজনীয়তা নেই, বরং রাশিয়ার আরও অনেক এয়ার ডিফেন্স সিস্টেম আছে। খেরসনের মতো জায়গা যেখানে লড়াই চলছে সেখানে এত দামী সিস্টেম রাশিয়া কেনই বা রাখবে এটাও সন্দেহ জনক। আসলে এর আগেও ইউক্রেন রাশিয়া সম্পর্কে অনেক প্রোপোগন্ডা ছড়িয়েছিল যা পড়ে মিথ্যা প্রমানিত হয়েছিল, আসলে এগুলো যুদ্ধেরই অঙ্গ। ইউক্রেন যে রাশিয়ার এস ৪০০ এয়ারডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে তারও কোন প্রমান দিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *