ডিফেন্স

রাশিয়ার মস্কোতে কোথায় রয়েছে বাঙ্কার?

নিউজ ডেস্কঃ রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি’র তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছিল বাঙ্কার। যদিও এই বাঙ্কারের কথা সরকারিভাবে কখনই সামনে আনা হয়নি। ১৯৯১-এ মার্কিন সেনাবাহিনীর তরফে এই বাঙ্কারের বিষয়ে জানানো হয়। এটি ‘মেট্রো-২’ নামেও পরিচিত। এর একটি ম্যাপও প্রকাশ করেছিল আমেরিকা।

তার আগে কেজিবি-র এক অফিসার অলেগ গর্ডিভেস্কি ১৯৮৫ সালে এক সাক্ষাৎকার দিয়েছিলেন। সেদিন তাঁ কথায় এই বাঙ্কারের উপস্থিতির প্রমাণ মিলেছিল। তিনি বলেন, কেজিবি’র গোপন কাজ সম্পর্কে আপনারা এখনও কিছুই জানি না। মাটির তলায় একটা আস্ত শহর, সেখানে যোগাযোগের সমস্ত সুযোগ সুবিধার বন্দোবস্ত রয়েছে। তবে কোন জায়গায় রয়েছে সেই শহর, সে ব্যাপারে ওই সাক্ষাৎকারে কিছু বলেননি গর্ডিভেস্কি।

রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর রিপোর্ট কার্ডেও উঠে এসেছিল এই সুড়ঙ্গ প্রসঙ্গ। সেখানে বলা হয়েছিল, মস্কো শহর ও শহরতলি এলাকায় সাবেক সোভিয়েত মাটির তলায় গভীর সুড়ঙ্গ বানিয়ে রেখেছে। নিরাপত্তার প্রয়োজনে যেটি কাজে আসতে পারে।

এই সুড়ঙ্গ ‘পথকে ‘রামেনকি-৪৩’ বলেও ডাকা হয়। কোড হিসেবে ব্যবহার করা হয় এই নাম। ধারণা করা হয়, ‘মেট্রো ৩৩’ নামের ভিডিও গেমের ফিচারগুলো এই মাটির তলার শহরের সঙ্গে সামঞ্জস্য রেখেই বানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *