অফবিট

আপনাদের কি কখন মনে হয়েছে যে  মা কালী মূর্তি কিসের প্রতীক ?

নিউজ ডেস্ক – শক্তির আধার মা কালী তিনি ভয়ানক রুদ্ররূপ ধারণ করে অসুরদের বিনাশ করে এই রকম বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করে।মায়ের এই রূপ অর্থাৎ  মায়ের মূর্তি কালো বর্ণে নগ্নতা অবস্থায়  চার হাতে অস্ত্র, অসুরের ছিন্ন মুণ্ড, বর ও অভয়মুদ্রা, গলায় নরমুণ্ডের মালা পরে জিহ্বা বের করে রাখে।কিন্তু আপনাদের কি কখন মনে হয়েছে যে  মা কালী মূর্তি কিসের প্রতীক ? জানেন না তো। তাহলে জেনে নিন।

মা কালীর রঙ – কালীর মূর্তি কালো রঙে হয়।আসলে কালো রঙ প্রাকৃতিক এবং রহস্যময় প্রকৃতির প্রতীক।

কালীর নগ্নতা – মাকে আমরা নগ্নতা রূপে দেখি।এই নগ্নতা রূপ ধারন করার অর্থ হল  তিনি একজন স্বচ্ছ আত্মা যা সকল মায়া থেকে মুক্ত।

50 মানুষের মাথার মালা – কালীর গলায় মুন্ডমালা থাকা।আর এই মুন্ডগুলি হল সত্য এবং সংস্কৃত শাস্ত্রের প্রতীক।

সাদা দাঁত এবং লাল জিহ্বা – মায়ের মূর্তিতে মায়ের জিহ্বা বেরোনো থাকে।লাল রঙে জিহ্বার উপরে সাদা দাঁত দেখা যায়।এই সাদা দাঁত হল অভ্যন্তরীণ বিশুদ্ধতার একটি রূপ এবং লাল জিহ্বা তার নির্বিচার প্রকৃতিকে চিত্রিত করে।

বলি দেওয়া মাথার গিঁট – দেখায় যে কর্ম হল চর্চা। কর্ম ফল হল তার আশীর্বাদ।

বিচ্ছিন্ন মাথা এবং হাতে একটি তলোয়ার- বিচ্ছিন্ন মাথা এবং হাতে একটি তলোয়ার নিয়ে থাকে মা।আর এই বিচ্ছিন্ন মাথা এবং হাতে তলোয়ার জ্ঞান এবং সত্যের বিজয় এবং অজ্ঞতার ধ্বংসের প্রতিনিধিত্ব করে।

তিনটি চোখ – আমরা সবাই জানি যে দেবী কালীর ত্রিনয়ন। এই ত্রিনয়ন অতীত, বর্তমান এবং ভবিষ্যত এবং সূর্য, চাঁদ এবং আগুনের সময়কে চিহ্নিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *