কিভাবে মাছের খাওয়ার তৈরি করবেন?
নিউজ ডেস্কঃ বর্তমানদিনে মাছ চাষের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।যার ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রধান উপাদান হল মাছের খাদ্য।আর এই খাবার কিনতে আপনাদের বাজারের যেতে হয়।এবার থেকে আর বাজারের যাওয়ার দরকার নেই।কারন মাছের খাবার আপনা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন।এর জন্য লাগবে কিছু সামগ্রিক।তাই কিভাবে মাছের খাবার তৈরি করা যায় এক ঝলকে দেখে নিন।
মাছের খাদ্য তৈরির সাধারণ ফর্মূলাঃ
কার্প-(২৪-২৫%আমিষ)
১। অটোব্রান —–27 কেজি
২। ডিওআরবি —- 27 কেজি
৩। সয়াবিন——- 31.5 কেজি
৪। ফিসমিল —— 4.5 কেজি
( মোলাসেস 2 কেজি, লবন 2 কেজি, ভিটামিন প্রিমিক্স- 250 গ্রাম – এগুলি পুষ্টি বিজ্ঞানে সাধারনত ধরা হয় না)
তেলাপিয়া/পাঙ্গাস ( ২৮-২৬%)
অটোব্রান —– 22.5 কেজি
২। ডিওআরবি —- 22.5 কেজি
৩। সয়াবিন- ——36 কেজি
৪। ফিসমিল —— 9 কেজি
( মোলাসেস 2 কেজি, লবন 2 কেজি, ভিটামিন প্রিমিক্স- 250 গ্রাম এগুলি পুষ্টি বিজ্ঞানে সাধারনত ধরা হয় না)
শিং-মাগুর ( ৩২-৩০% আমিষ)
১। অটোব্রান —– 18 কেজি
২। ডিওআরবি —- 18 কেজি
৩। সয়াবিন- —— 36 কেজি
৪। ফিসমিল —— 18 কেজি
( মোলাসেস 2 কেজি, লবন 2 কেজি, ভিটামিন প্রিমিক্স- 250 গ্রাম; এগুলি পুষ্টি বিজ্ঞানে সাধারনত ধরা হয় না) )
চিংড়ি ( ৩৫-৩৩ % আমিষ)
১। অটোব্রান —– 13.5 কেজি
২। ডিওআরবি —- 13.5 কেজি
৩। সয়াবিন- —— 36 কেজি
৪। এ্যাংকোর——–9 কেজি
৪। ফিসমিল —— 18 কেজি
( মোলাসেস 2 কেজি, লবন 2 কেজি, ভিটামিন প্রিমিক্স- 250 গ্রা; এগুলি পুষ্টি বিজ্ঞানে সাধারনত ধরা হয় না) )
মাছের খাদ্যে আমিষ উপাদানঃ
সয়াবীন মিল(৪২-৪৪%আমিষ),
রেপ সিড অয়েল কেক(৩৬% আমিষ),
ফিশ মিল এনালগ(৬২% আমিষ),
ফিশ মিল (গ্রেড-২, আমিষ ৫৪% প্রায়),
এ্যাংকর ডালের(vetch) খুদ(৩৬% আমিষ),
খেসারীর খুদ(২৯% আমিষ),
মসুরের খুদ(২৪%আমিষ) সহ
বিভিন্ন ডালের খুদ (২৪%) সংযুক্ত করুন।
এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।