আইসিএসই ও সিবিএসই বোর্ড পরীক্ষার মধ্যে কোনটা বেশি কঠিন!
নিউজ ডেস্ক – বাংলা শিক্ষা পর্ষদের থেকে সিবিএসই ও আইসিএসই পরীক্ষার প্যাটার্ন একটু ভিন্ন পদ্ধতির হয়। তবে এক্ষেত্রে সিবিএসসির তুলনায় আইসিএসই বোর্ড পরীক্ষার সিলেবাস একটু বেশি বড় হয়। কিন্তু সব বোর্ডের ক্ষেত্রে প্রস্তুতি হয় সমান।
আইসিএসই বোর্ডের পরীক্ষা দীর্ঘমেয়াদী হয়। এবং সিলেবাসও কিছুটা বৃদ্ধি করা থাকে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা, ইংলিশ, বিজ্ঞান ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়গুলিতে চ্যাপ্টার অনেকগুলি থাকে। সেক্ষেত্রে এই বোর্ড পরীক্ষার পড়ুয়াদের অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য বদ্ধ পরিকর হতে হয়।
সকলেই অবগত করানো আবহের কারণে গত দুবছর ধরেই অনলাইন ক্লাস এবং অনলাইন পরীক্ষা হয়েছে। কিছু কিছু জায়গায় কোন পরীক্ষায় হয়নি। বিনা পরীক্ষায় পড়ুয়ারা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও হাতে মোবাইল ফোন চলে আসায় পড়াশোনা সঙ্গে এক প্রকার দূরত্ব তৈরি হয়েছে বলেই দাবি বিশেষজ্ঞদের। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামী দিনে অফলাইনে সফল পরীক্ষা হতে চলেছে। তাই বাংলা বোর্ড হোক কিংবা সিবিএসই ও আইসিএসই বোর্ড সকল মাধ্যমিক পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে এবং মোবাইলের থেকে দূরত্ব বজায় রাখতে হবে।