সিবি এস সি পরীক্ষা

সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার কেমন রুটিন করা উচিত!

নিউজ ডেস্ক – সিবিএসই বোর্ড হোক  কিংবা বাংলা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকল পড়ুয়াদের পরীক্ষার আগে একটি স্বাস্থ্যকর রুটিন তৈরি করা উচিত। বিশেষজ্ঞদের মতে যেহেতু জীবনের সবচেয়ে বড় পরীক্ষা পড়ুয়াদের কাছে সেক্ষেত্রে মানসিক চাপ কম নেওয়াই ভালো। 

১) শিশু বিশেষজ্ঞদের মতে পরীক্ষার আগে অতিরিক্ত চিন্তা মানসিক চাপের কারণ হতে পারে। তাই মাথা ঠান্ডা করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। 

২) অনেক পড়ুয়ারা পরীক্ষার সময় ভালোমতো খাওয়া-দাওয়া কিংবা ঘুমায় না। তাই সেই সময়টা অভিভাবকদের নজর রাখতে হবে যাতে তাদের পর্যাপ্ত পুষ্টি ও ঘুম হয়। 

৩) মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য সারারাত জেগে না পড়ে দিনে এবং রাতে ৫-৬ ঘন্টা পড়াশোনা করার প্র্যাকটিস করা উচিত। 

৪) পরীক্ষা ভালো হওয়ার অন্যতম চাবিকাঠি হল পাঠ্যবই ভালো করে পড়া এবং প্রাকটিস করা। কারণ সিবিএসসি বোর্ডের ক্ষেত্রেও সিলেবাসের মধ্যে থেকেই সকল প্রশ্ন করা হয়। 

৫) পরীক্ষার আগে শিক্ষকদের টিপস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *