মাধ্যমিক পরীক্ষায় বসার আগে পড়ুয়াদের আগাম প্রস্তুতি কি হওয়া উচিত!
নিউজ ডেস্ক – মাধ্যমিক পরীক্ষা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। স্বাভাবিকভাবেই পরীক্ষার আগে পড়ুয়াদের একটি মানসিক চাপ ও উদ্বেগ দেখা যায়। তবে পরীক্ষার আগে কোন রকম চিন্তা না করে সারা বছরের পড়া শান্তি মাথায় মনে করলেই কোন সমস্যা হয় না। কারণ বেশি চিন্তা করলে পড়া জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শিক্ষক ও বিশেষজ্ঞদের মতে খুব একটা চিন্তা না করে পড়াশোনায় মন দেওয়া উচিত।
এছাড়াও একটি বা দুটি পেপার তুলনামূলক ভাবে কঠিন হওয়ার সম্ভাবনা থাকে তাই আগে থেকে মানসিক প্রস্তুতি নেওয়া জরুরী। এতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ প্রথমবার পরীক্ষা সকল পড়ুয়াই দিছে।
তবে বিশেষজ্ঞদের অ্যাডভাইস হলো – ম্যানেজ করার প্রবণতা মাথায় না আনায় ভালো, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা পারছেন না সেটি হয়ত কিছুটা সংশয় নিয়ে লিখছে ও ভুল হতেই পারে। তাই নিজের প্রস্তুতির উপর বিশ্বাস রেখে বেশি চাপ না নিয়ে পরীক্ষা দেওয়া উচিত। এই সময় টুকু চেষ্টা করা ও একটু বেশি করে জল খাওয়া ও রাতের ঘুম পর্যাপ্ত করতে হবে।