আসন্ন মাধ্যমিক পরীক্ষা , কিভাবে চলছে প্রস্তুতি!
নিউজ ডেস্ক – করোনা অতিমারী পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা হলেও স্থিতিশীল। তাই পূর্ব নির্দেশিকা অনুযায়ী হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা । আর তাই পরীক্ষার্থী এবং স্কুল শিক্ষকদের মধ্যে চলছে জোর কদমে প্রস্ততি।
কীভাবে পরীক্ষা সম্পন্ন হবে, কীভাবে প্রশ্নপত্র বন্টন হবে, কীভাবে পরীক্ষার্থীরা পরীক্ষার কক্ষে বসবে, যাবতীয় বিষয় নিয়ে শিক্ষা দফতর নির্দেশিকা জারি করেছে। জানা গেছে, পরীক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে একগুচ্ছ নির্দেশিকা মানতে হবে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকদের। কি কি নিয়ম মানতে হবে নিম্মে বিস্তারিত দেওয়া হলো–
১) পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে।
২) পরীক্ষা কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক।
৩) প্রত্যেক পরীক্ষার্থীকে পেন, পেন্সিল সঙ্গে নিয়ে আস্তে হবে। অন্যের জিনিস ব্যবহার নিষিদ্ধ।
৪) পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় স্যানিটাইজার ব্যাবহার করতে হবে।
৫) পরীক্ষা সমাপ্ত হওয়ার পর স্কুল স্যানিটাইজ করতে হবে।
৬) বর্তমানে লকডাউন সম্পূর্ণ উঠে গেলেও মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে জোর দিয়েছে রাজ্য।