ন্যাটো ও আমেরিকাকে দেখানোর জন্য বিশাল নিউক্লিয়ার এক্সারসাইজের আয়োজন রাশিয়ার
নিউজ ডেস্কঃ রাশিয়ার সাথে ইউক্রেনের ঝামেলাতে যে আমেরিকা বা ইউরোপের কোনও দেশের মতামত তারা শুনবেনা তা ইতিমধ্যে প্রমানিত। পাশাপাশি তাদের নিজেদের অবস্থান ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে রাশিয়া।

রাশিয়ান বিমানবাহিনীর মিগ-৩১কে যুদ্ধবিমান থেকে দুটি কেএইচ-৪৭ এমটু কিনজল হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল লঞ্চের ভিডিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। রাশিয়া ন্যাটো ও আমেরিকাকে দেখানোর জন্য এই বিশাল নিউক্লিয়ার এক্সারসাইজের আয়োজন করেছে।
