জায়গার অভাবে কদবেল চাষ করতে পাচ্ছেন না? ছাদ বাগানে অনায়াসে কদবেলের চাষ করার নিয়ম জেনে রাখুন
নিউজ ডেস্ক: জায়গা অভাবে কদবেল চাষ করতে পাচ্ছেন না? সেক্ষেত্রে এর বিকল্প উপায় হল ছাদ বাগান।এই ছাদ বাগানে আপনারা অনায়শে কদবেলের চাষ করতে পারবেন।ছাদের টবে কদবেলের গাছ লাগিয়ে দিন। তবে টবে রোপণের ক্ষেত্রে কদবেলের কলমের চারা বেশি উপযোগী।কলমের চারা থেকে কয়েক বছরের মধ্যে ফুল-ফল ধরে।এই গাছে ফুল আসে মার্চ-এপ্রিল মাস নাগাদ এবং ফল পাকে সেপ্টেম্বর-অক্টোবরের দিকে।অতি সহজ উপায়ে করা যায় ছাদ বাগানে এই গাছের চাষ।ছাদে টবে কিভাবে চাষ করবেন কদবেল চাষ জেনে নিন?
মাটি তৈরি
প্রথমের টব বা ড্রাম নিন এবং এর তলায় ছিদ্র রাখুন যাতে জল বেরিয়ে যেতে পারে। ওই টব বা ড্রামের মধ্যে 5 সেন্টিমিটার পুরু ইটের খোয়া ছড়িয়ে দিয়ে তার উপরে ১০ সেন্টিমিটার বালির স্তর দিতে হবে।
এরপর মাটি তৈরি করে নিতে হবে এর জন্য তিন ভাগ দো-আঁশ মাটি নিয়ে তাতে দুই ভাগ গোবর সার, ড্রামপ্রতি এমওপি (পটাশ) সার ২০০ গ্রাম, টিএসপি (ফসফেট) সার ২৫০ গ্রাম, হাড়ের গুঁড়ো ১ কেজি, জিপসাম সার ৫০ গ্রাম, ম্যাগেনেসিয়াম সালফেট (ম্যাগসাল) সার ২০ গ্রাম এবং দস্তা ১০ গ্রাম ইত্যাদি সার ভালো করে মিশিয়ে নিয়ে ড্রামে বা টবে ভরে ফেলুন।তারপর ওই মাটিতে হালকা করে জল ছিটিয়ে ভিজিয়ে রেখে দিন এক থেকে দুই সপ্তাহের জন্য।
এরপর কদবেলের গাছ ড্রাম বা টবের মধ্যেখানে কদবেলের কলম বসিয়ে গোড়ার দিকের মাটিকে খুব ভালো করে চেপে দিতে হবে। কলম লাগানোর পর গোড়ায় জল দিতে হবে।এবং গোড়ার কাছাকাছি একটি কাঠি পুঁতে তার সাথে কলম ভালো করে বেঁধে দিতে হবে এতে কলম সোজাভাবে থাকবে।
রোপনের সময়- বছরের যেকোনও সময় কদবেলের গাছ লাগানো যায় শুধুমাত্র শীতকাল ছাড়া। কদবেল গাছ এমন জায়গায় রাখা উচিত যেখানে ভালো রোদে পরবে। এরফলে গাছের ভালো হয়।
ফলন এবং পরিচর্যা (Caring)
ফাল্গুন-চৈত্র মাসের দিকে কলমের গাছে ফুল আসে এবং শরৎকালের দিকে ফল পেকে যায়।
ভালো ফলন পেতে ফল সংগ্রহ করার ডালপালা সময় কিছু কেটে দেওয়া উচিত। এতে পরের বছর ফল বেশি পাওয়া যায়।
যেকোনো চাষ করতেই জমিতে সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি এতে ফলন খুব ভালো পাওয়া যায়। তাই প্রতি বছর ফল তোলা শেষ হলে গাছের গোড়ার মাটিতে প্রতি ড্রামে ইউরিয়া সার ১৫০- ২৫০ গ্রাম, এমওপি সার ১০০ গ্রাম, টিএসপি সার ১০০ গ্রাম এবং কম্পোস্ট সার 2 কেজি ইত্যাদি সার ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করতে হবে।এবং এর সাথে সেচ দিতে হবে।
বছরে মাত্র একবার গাছে সার প্রয়োগ করলেই হবে না। বর্ষাকালের আগেও একই পদ্ধতিতে গাছে সার প্রয়োগ করতে হবে।লক্ষ্য রাখবেন যাতে টব বা ড্রামের মাটি শুকিয়ে না যায়। যদি মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে নিয়মিত গাছে সেচ দিতে হবে।