১৩ সংখ্যাটি আদতেও অশুভ? প্রমাণিত হয়েছে হাতে-কলমে
নিউজ ডেস্ক – একাধিক কুসংস্কারের মধ্যে অন্যতম একটি হলো ৩,১৩,২৩ । অর্থাৎ ৩ সংখ্যাটির সঙ্গে যুক্ত কোন জিনিস ভালো নয়, এমন ধারণা প্রাচীন যুগ থেকে পোষণ করে আসছেন বহু মানুষ। যার কারণে একাধিক অকল্পনীয় কানো কাজ হাসিমুখে ছেড়ে দিয়েছেন এক ঘেয়েমি মানুষেরা। তবে সত্যিই কি অশুভ এই সংখ্যাগুলি তা প্রমাণিত হলো হাতে-কলমে।
দীর্ঘদিনের মানুষের বিশ্বাসের উপর রিসার্চ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন ১৩ বা এই ধরনের কোন সংখ্যাই অশুভ নয়। বরং ভারতীয় শাস্ত্রীয় সংস্কৃতিতেই সংখ্যাটিকে শুভ বলে গণ্য করা হয়েছে। ভারতীয় পুঁজিপতি অনুযায়ী এই সংখ্যাটা একটি মহাজাগতিক সংখ্যা। অর্থাৎ ১৩ তারিখে বহু তন্ত্র সাধনার পাশাপাশি পুজোর বহু তিথি রয়েছে। যার মধ্যে বাংলা মাসের মাঘ মাসের ১৩ তারিখে স্বয়ং দেবাদিদেব মহাদেবের শিবরাত্রি হিসেবে পালিত করা হয় গোটা দেশে। সেই দিনে গোটা দেশে শিব ভক্তরা নির্জলা উপোস করে শিবের আরাধনায় মত্ত থাকে। এমনকি হিন্দু পঞ্জিকাতে ত্রয়োদশ হিসাবে প্রত্যেকটি দিনকে মহাকালের নামে উৎসর্গ করে দেওয়া হয়। অর্থাৎ পশ্চিমী বিশ্বের ফ্রাইডে দ্য থার্টিন্থ কথাটিকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত করেছেন বিশেষজ্ঞরা। সুতরাং একুশ শতকের দাঁড়িয়ে এমন মিথ্যে কুসংস্কারে না পড়াই ভালো। তাই ক্যালেন্ডারের প্রত্যেকটি দিনকে শুভ মনে করে যে কোন কাজে এগোনো একজন বিচক্ষণ ব্যক্তির কাজ।