পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে চান! যে কাজ গুলি করা উচিৎ, জেনেনিন
নিউজ ডেস্কঃ মানুষে সুন্দর থাকা নির্ভর করে ত্বক ও চুলের উপর।এই দুটো জিনিস ঠিক থাকা মানে সুন্দর থাকা কিন্তু এটা অসম্ভব হয়ে দাঁড়ায় ত্বকের এবং চুলের নানা ধরনের সমস্যা লেগেই থাকে যার সমাধান করা বড়ো মুশকিল।তাই এবার মুশকিল কাজটিকে করুন আসান আর এর জন্য মেনে চলুন কিছু টিপস আপনাদের সুন্দর রাখতে সাহায্য করবে।তাহলে জেনে নেওয়া যাক এই টিপসগুলি।
গালে যদি মেচেতার দাগ থাকে তাহলে স্নানের আগে লিক্যুইড গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে কিছুক্ষন লাগিয়ে রেখে দিন।তারপর ধুয়ে ফেলুন।এছাড়াও এই দাগ তুলতে শিমুলের কাটা দুধে বেটে লাগাতে পারেন।এবং ভিটামিন ই এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান।
চোখের পাতা পড়া এবং চোখের পাতা চুলকানো সমস্যা থাকলে প্রতিদিন রাতে আমন্ড তেল নিয়ে তাতে নিম তেল মিশিয়ে ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন।তারপর একটি ভিজে তুলোর সাহায্যে মুছে নিন।এছাড়াও ক্যাস্টর ওয়েলের সাথে চন্দন মিশিয়ে লাগাতে পারেন।
গায়ের রং কালো হওয়ার কারণগুলির মধ্যে একটি হল পিগমেন্টশনের প্রবলেম।এই সমস্যা দূর করতে ১ চামচ বেসনের সাথে একে একে ১ চামচ আমের শাস, আধ চামচ হলুদ বাটা, ১ চামচ গাদা ফুলের পাপড়ি বাটা এবং দুধ এক সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জায়গায় স্নান করার আগে আধ ঘণ্টার জন্য লাগিয়ে রেখে দিন।তারপর ধুয়ে ফেলুন।
যাদের পা ফাটার সমস্যা আছে তারা গরম জলে আধ চামচ খাবার সোডা মিশিয়ে রাতে ঘুমানোর আগে পা ভিজিয়ে রাখুন কিছুক্ষনের জন্য।এতে উপকার পাবেন।অথবা নারকেল তেল গরম করে নিয়ে সামান্য ধুনোর গুড়ো মিশিয়ে একটি মলমের মতো তৈরি করে নিন।এবং এটি ফাটা জায়গায় লাগান।
যাদের শরীরে কোনো অংশে স্ট্রেচমার্ক আছে তারা ভিটামিন ই যুক্ত তেল ওই স্থানে ব্যবহার করুন।অথবা পিচফল বাটার নিয়ে তাতে ডিমের সাদা অংশ মিশিয়ে লাগালেও উপকার পাওয়া যায়।