নিজের বরাদ্দের চেয়ে ১৩৮৩ কোটি টাকা কম খরচ বায়ুসেনার। নৌসেনা এবং সেনাবাহিনী কি করল?
নিউজ ডেস্কঃ নৌসেনা ছাড়া ভারতবর্ষের আর দুই বাহিনী অর্থাৎ সেনাবাহিনী এবং বিমানবাহিনী বরাদ্দের অর্থ খরচ করতে সক্ষম হয়নি। ভারতের তিন বাহিনীর আধুনিকীকরণের অনেক কিছু রয়েছে। বিশেষ করে বায়ুসেনার ক্ষেত্রে। এমন কিছু আছে যে জিনিস গুলির ভীষণ ভাবে দরকার। বিশেষ করে বিমানবাহিনীর ক্ষেত্রেপ্রচুর কাজ আছে করার। যেগুলোর জন্য অর্থ আরও অনেক বেশি প্রয়োজন। সেখানে এয়ারফোর্স নিজের বরাদ্দের চেয়ে ১৩৮৩ কোটি টাকা কম খরচ করেছে।
একমাত্র নৌসেনা দূর্দান্ত গতিতে কাজ করছে। তারা তাদের বরাদ্দ অর্থের প্রায় দেড় গুন বেশি খরচ করেছে। এয়ারক্রাফট, হেলিকপটার, এ্যওয়াক্স, মিসাইল, ট্যঙ্কার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, এয়ার ডিফেন্স, এয়ার সার্ভেইল্যন্স রেডার, বেস কনস্ট্রাক্সান বা যেকোনো ক্ষেত্রে ভারতীয় বিমানবাহিনীর কাজ করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। স্কোয়ার্ডন স্ট্রেন্থ ও কম। ভবিষ্যতের প্রোজেক্টের জন্য যেমন আমকা, তেজস মার্ক-২ ইত্যাদির জন্য টাকা প্রয়োজন। সেখান তাদের এরকম মন্থরগতি ভাবাচ্ছে সামরিক বিশেষজ্ঞদের।
ভারতীয় সেনা আগের বছরে তার বরাদ্দ করা মোট অর্থের ৪৩.৭৫শতাংশেরও কম খরচ করেছে। নৌসেনা বরাদ্দের চেয়েও ৩৮.৩৯শতাংশ বেশি খরচ করেছে। বিমানবাহিনীর মোট বরাদ্দের ১৩৮৩ কোটি টাকা কম খরচ করেছে!