Uncategorised

যে দেশের জাতীয় সংঙ্গীত নীরব ভাবে পালন করা হয় অর্থাৎ জাতীয় সংঙ্গীতে কোন রকম কথা বলা হয় না

নিউজ ডেস্ক  –   বরাবরই মানুষের অজানাকে জানার একটা কৌতুহল থাকে। ঠিক সেই ভাবেই নিজের দেশ ছাড়া অন্য দেশে কি হয় বা কি ঐতিহ্য রয়েছে তা জিনতে অধিকাংশ মানুষ   দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। তবে এবার দেখা যাবে স্পেনের কিছু অজানা তথ্য।  

১) স্পেনে প্রতিবছর একটি বার্ষিক উৎসব পালন করা হয় যেখানে অংশগ্রহণ করে লক্ষাধিক মানুষ। এই উৎসবটি নাম লা তোমাটিনা।  এখানে মূলত প্রত্যেকে একে অপরের দিকে কয়েক হাজার টমেটো সরাসরি খেলা করে।  সেই সময় টমেটো কাটা হয় ১৫০,০০০ টিরও বেশি। 

২)    এই দেশের জাতীয় সংঙ্গীত নীরব ভাবে পালন করা হয় অর্থাৎ জাতীয় সংঙ্গীতে কোন রকম কথা বলা হয় না। 

৩)  এই দেশে দম্পতিদের মধ্যে বিবাহবিচ্ছেদ খুব কম দেখা যায়। কারণ এখানকার ৫ শতাংশ শিশু অবিবাহিত পিতা-মাতার কাছে জন্মগ্রহণ করে। 

৪)  স্পেনে অধিকাংশ জায়গায় আকাশচুম্বী ফ্লাট পরিলক্ষিত হয়। কিন্তু মজার বিষয় হলো এত উঁচু অর্থাৎ সর্বোচ্চ ৪৭ তলা  ফ্ল্যাটের জন্য যেখানে নেই কোন লিফট। সকলকে পায়ে হেটেই যেতে হয়।  

৫)   বিশ্বের তৃতীয় সর্বাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল স্পেন। সেই সময়কাল অবশ্য ছিল  ২০১৩ সাল। 

৬)   এই দেশের নিয়ম অনুযায়ী এখানে দুটি উপাধি প্রচলন হয়। একটি হচ্ছে পিতার উপনাম এবং দ্বিতীয়টি মায়ের কাছ থেকে আসে। 

৭)  অন্যদিকে আবার বাদবাকি দেশের তুলনায় স্পেন বিশ্বের জলপাই তেল উৎপাদনের দেশ হিসেবে খ্যাত।  কারণ যত পরিমাণ জলপাই তেল উৎপন্ন হয় তার  ৪৪ শতাংশ  তেল এই দেশ তৈরি করে। 

৮)   আমাদের দেশে যেমন ওয়াচটাওয়ার হয়েছে ঠিক সেভাবে এসপেরে রয়েছে প্রাচীনতম বাতিঘর যার নাম টাওয়ার অফ হারকিউলিস।  যেটি নির্মিত হয়েছিল প্রথম শতাব্দীতে এবং বর্তমান পর্যন্ত চলছে।  

৯)   লা তোমাটিনা উৎসবের পাশাপাশি  এখানে আরেকটি উৎসবের জল রয়েছে যার নাম স্পেন বুলস। এই উৎসবের নিয়ম অনুযায়ী সকলে স্প্যানিশ ষাঁড় নিয়ে রাস্তায় নামে  । যেটি দেখতে জমায়েত করে দেশের সিংহভাগ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *