পৃথিবীতে যে দেশে গর্ভপাতের সংখ্যা সবথেকে বেশি
নিউজ ডেস্ক- পৃথিবীতে কোন দেশে গর্ভপাতের সংখ্যা সবথেকে বেশি জানেন? পুরো বিশ্বে নিজেদের অদ্ভুত কিছু কর্মকান্ড জন্য বিখ্যাত ইন এশিয়া মহাদেশের পূর্বে অবস্থিত। চীনের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী চীন বা গণচীন। এটি বিশ্বের সবথেকে জনবহুল দেশ। দেশটির মোট আয়তন ৯৫,৯৬,৯৬১ বর্গ কিমি। চীনের রাজধানী হল বেইজিং।
চীন দেশ সম্পর্কে কিছু অজানা ও অদ্ভুত তথ্য হলো
1. সর্বপ্রথম টয়লেট পেপার চীন দেশে আবিষ্কার করা হয় সেখানকার রাজা টয়লেটে ব্যাবহার করার জন্য এটি আবিষ্কার করা হয়েছিল।
2. চীনের রাজধানী বেইজিংয়ে দূষণের মাত্রা এতটাই বেশি যার ক্ষতিকারক প্রভাব হলো একজন ব্যক্তি ব্যক্তি একটি সিগারেট খাওয়ার ফলে যতটা ক্ষতিগ্রস্ত হবে তার সমান।
3. চীনদেশে গর্ভপাতের সংখ্যা খুব বেশি এখানে প্রতি বছর প্রায় 1 কোটি 30 লক্ষ শিশুকে এবোর্শন এর মাধ্যমে হত্যা করা হয়।
4. এই দেশটিতে এক অদ্ভুত নিয়ম রয়েছে যেখানে কোন নাবালক শিশুর মূত্র দিয়ে সিদ্ধ করার ডিম খাওয়া পবিত্র কাজ বলা হয়। এছাড়াও তিনি নানা প্রকার অদ্ভুত খাবার খাওয়া হয় এই দেশে।
5. সম্প্রতিককালে চিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার কারীদের হাঁটার জন্য আলাদা করে রাস্তা বানানো হয়েছে।
6. এই দেশের মানুষেরা খাবার খাওয়ার সময় থুথু ফেলা, হাই তোলার, ঢেকুর তোলা ও মুখ দিয়ে বিশ্রী আওয়াজ করাকে স্বাভাবিক মনে করে।
7. বর্তমানে একমাত্র চিনে পান্ডা দেখতে পাওয়া যায়। পান্ডা চীন দেশটির জাতীয় সম্পদ। এরা চীন দেশের পাহাড়ি ঢলের ঘন বাঁশ বনের বসবাস করে।
8. বর্তমানে প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত কিন্তু এখনো এই দেশের প্রায় 30 মিলিয়নের মতো লোক গুহায় বসবাস করে।
9. চীনে, ফেসবুক,ইউটিউব ও গুগোল সম্পূর্ণভাবে বন্ধ এই দেশের সরকার সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াকে চালায়।
10. এই দেশ আধুনিকতার ভরপুর হলেও এখানে এখনো প্রচুর জীবজন্তু খাওয়া হয়। এবং এই সকল জীবজন্তু খাওয়ার জন্য নানা প্রকার সমস্যায় তাদের পড়তে হয়। বর্তমানে নোবেল করোনাভাইরাস এর একটি দৃষ্টান্ত বলে মনে করা হয়।
11. আইসক্রিম আবিষ্কার সর্বপ্রথম এই চীনে হয়। এছাড়াও চীন নানান জিনিস পুরো বিশ্বকে উপহার দিয়েছে।