বিবাহ বিচ্ছেদের কোন নিয়ম নেই। পৃথিবীর সবথেকে ছোট দেশের সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য
নিউজ ডেস্ক: পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম জানেন? পৃথিবীর সব থেকে ছোট দেশ টি হল ভ্যাটিকানসিটি। যে টি ইতালির রাজধানী রোমে অবস্থিত ।এটি একটি ধর্ম প্রেমী দেশ। এখানে সবথেকে শক্তিশালী ব্যক্তি হলো পোপ । এখানকার জনগণ পোপ দের মুখনিঃসৃত বাণী সর্বোত্তম বলে মনে করে।
ভ্যাটিকান সিটি সম্পর্কে 10 টি অজানা তথ্য হলো:
1. ভাটিকান সিটি পৃথিবীর সব থেকে ছোট দেশ হওয়া সত্ত্বেও এটির অর্থনীতি প্রবল শক্তিশালী এবং এটি একটি স্বতন্ত্র দেশ।
2. 2015 সালের একটি গণনায় এখানকার জনসংখ্যা ছিল হাজারেরও কম।
3. ভ্যাটিকান সিটিতে একটি মিউজিয়াম আছে যেটি প্রায় 14 কিমি ধরে বিস্তারিত। আর এটি এতই বড় যে টি খানকার জিনিসপত্র যদি এক মিনিট ধরে দেখা হয় তাহলে পুরো তিন বছর বেশি সময় লেগে যাবে সম্পূর্ণ করতে।
4. পৃথিবীর সবথেকে বড় চার্চ রোমান ক্যাথলিক চার্চ ভ্যাটিকানসিটিতে অবস্থিত। ক্যাথলিক চার্চ পুরো কিশাই ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান।
5. এটি একটি পবিত্র দেশ হওয়ার কারণে এখানে কোন প্রকার অপবিত্র কর্মকাণ্ড চলে না । উদাহরণস্বরূপ 1985 তে কিছু আমেরিকার 5 ব্যক্তিকে নাচ করার অপরাধে গ্রেফতার করা হয়।
6. এখানকার ধর্মগুরু পোপ হলে সবথেকে শক্তিশালী ব্যক্তি। তাদের মুখনিঃসৃত বাণী কেউ অমান্য করার সাহস পায়না।
7. আকারে ছোট হলেও এই দেশটি একটি ধনী দেশ।
8. ভ্যাটিকান সিটিতে বিবাহবিচ্ছেদের কোন নিয়ম নেই।
9. ভ্যাটিকান সিটির নিজস্ব কোন আর্মি নেই এজন্য তাদের ইতালির ওপর ভরসা করেত হয়। পুরো দেশে মাত্র দুটি পাহারাদার রয়েছে যাদের সুইজ গার্ড বলা হয়।
10. এটি খুব ছোট দেশ হলেও এখানে পাসপোর্ট এর প্রয়োজন হয়।