Uncategorised

পৃথিবীতে সবথেকে সুন্দরী মেয়েরা যে দেশে বাস করেন

এ এন নিউজ ডেস্কঃ অনেকে ভাবেন যে সুন্দরি মানে তাঁর শারীরিক গঠন তথা তাঁর গায়ের রঙের উপর নির্ভর করে। কিন্তু এটা মটেও এইরকম নয়। সুন্দরি হওয়ার জন্য শারীরিক গঠনের পাশাপাশি তাঁর অভ্যান্তরিন বিষয়ও গুরুত্বপূর্ণ।য্মেন বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি বাচন ভঙ্গি ,বিচক্ষণতার তাৎক্ষনিকতা ও আরও অনেককিছু। এবার দেখে নেওয়া যাক এইসব বিচারের দিক থেকে কোন কোন দেশ এগিয়ে আছে।প্রথমেই রয়েছে  ভেনেজুয়েলা  সুন্দরীরা। দক্ষিন আমেরিকার মেয়েরা ইতিমধ্যে ৭ বার মিস ইউনিভার্স এবং ৬ বার জিতেছেন মিস ওয়ার্ল্ড খেতাব।মোট ১৩ বার সুন্দরিদের আসনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন ভেনেজুয়েলা।তাই সবচেয়ে সুন্দরীদের দেশ ভেনেজুয়েলা।দ্বিতীয়তে রয়েছে আমেরিকা।সৌন্দর্যের দিক থেকে আমেরিকাও অনেকটা এগিয়ে।এখনো পর্যন্ত ৮ বার মিস ইউনিভার্স এবং ৩ বার মিস ওয়ার্ল্ড হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা।

তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া।এই দেশের সুন্দরীরা ইতিমধ্যে ২জন মিস ইউনিভার্স এবং ৫ জন মিস ওয়ার্ল্ড হয়েছেন ।সেরা সুন্দরীদের প্রতিযোগিতায় ৭ বার সেরা হয়েছেন ইন্ডিয়ার মেয়েরা।

চতুর্থ স্থান অধিকার করেছেন পুয়েতত্ররিকর সুন্দরীরা।পুয়েতত্ররিকর মেয়েরা এই পর্যন্ত ৫ বার মিস ইউনিভার্স ও ১ বার মিস ওয়ার্ল্ড হয়েছেন।ভৌগলিক অবস্থানের দিক থেকে মাত্র ৯,১০,৪বর্গ কিলোমিটারের দেশ পুয়েতত্ররিকর সুন্দরীদের খ্যাতি বিশ্বে অনেক বড়ো যা শক্তিশালি দেশের মেয়েদের চেয়েও বেশি।

বেশি সুন্দরীদের দেশ হিসাবে তাদের বিবেচনায় যুক্ত রাজ্যের পরে সুইডেন। সুইডেনের মেয়েরা এই পর্যন্ত ৩ বার মিস ইউনিভার্স,৩ বার মিস ওয়ার্ল্ড এবং ৬বার সুন্দরীদের বিশ্ব শিরোপা জিতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *