রোটারি ক্লাব অফ ক্যালকাটার প্রান্তিক শিশুদের নিয়ে বার্ষিক শিশু উৎসব
কলকাতা: আজ রোটারি সদনে প্রান্তিক শিশুদের সঙ্গে এক উজ্বল দিন কাটালেন রোটারি ক্লাব অফ ক্যালকাটার সদস্যরা। এটি ৯৬তম অ্যানুয়াল চিলড্রেন ট্রিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, বিশিষ্ট চিকিৎসক ডা: সুকুমার মুখোপাধ্যায় প্রমুখ।
১৯২৫ থেকে রোটারি ক্লাব অফ ক্যালকাটা এই প্রান্তিক শিশুদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবছর অতিমারীর আবহে ২৫০ জন শিশুকে এই অনুষ্ঠানে নিয়ে আসা হয়। দিনভর সিনেমা, ম্যাজিক শো, বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে শিশুরা। ছিলেন সান্তাক্লসও, শিশুদের মধ্যে উপহার বিতরণ করেন তিনি।
ক্লাবের প্রেসিডেন্ট সুজাতা পাইন বলেন, “করোনার আবহে এমনিতেই শিশুরা ঘরে বন্দি। তাদের জন্য একটু অন্যরকম উৎসবের আয়োজন করতে পেরে আমরা তাদের জন্য এক মুঠো মুক্ত বাতাস এনে দিতে চেয়েছিলাম। সমগ্র অনুষ্ঠান কোভিড বিধি মেনে আয়োজন করা হয়েছিল।” রোটার্যাক্ট সোনাল ওরাওঁ ও অভিজিৎ কোলে এই আয়োজনের সক্রিয় ভূমিকা পালন করেন।