দেশ

ক্রিপ্টোকারেন্সির লেনদেন এবার হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক – বর্তমানে সকলে হাতের মুঠোয় বন্দি রয়েছে গোটা টেকনোলজি। কি নেই এই মুঠোভর্তি ফোনে। দেশের এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর খুব সহজেই জানতে পারছেন মানুষ শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে। কার্যত  এবার সেই স্মার্টফোনের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির  টাকা লেনদেন করতে পারবে সকল মানুষ।  এই অর্থ লেনদেনের মাধ্যম হচ্ছে একমাত্র হোয়াটসঅ্যাপ। 

সম্প্রতি হোয়াটসঅ্যাপের সিইও  উইল ক্যাথকার্ড এবং নোভির সিইও স্টিফেন কাসরিয়াল একটি প্রতিবেদন  9to5mac.com-য়ের মাধ্যমে সকলের কাছে বার্তা দিয়ে জানিয়েছেন যে,  নোভি  ও মেটা  একটি ডিজিটাল ওয়ালেট।  সুতরাং সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ফিচারটি শুধুমাত্র কয়েকজনের কাছে অ্যাক্সেসযোগ্য করা হচ্ছে। অর্থাৎ এই বৈশিষ্ট্যটি যাদের  কাছে পৌঁছে যাচ্ছে তারা এই ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে   খুব সহজেই অর্থ পাঠাতে এবং গ্রহণ করতে পারবে।    

সম্প্রতি ফেসবুক নাম পরিবর্তন করে মেটাতে পরিণত হয়েছে এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত দেশের সিংহভাগ মানুষ।  সুতরাং সেই ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ এবং নোভির  সিইওদের যুগ্ম সিদ্ধান্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট করার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।  

অন্যদিকে আবার নোভির ওয়েবপেজের তথ্য অনুযায়ী,  হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি অর্থ বিনিয়োগের পরিষেবাটি টাকা পাঠানো এবং গ্রহণ করা একটি নতুন উপায় এবং এতে কোন আলাদা ফি নেওয়া হবে না। এই প্রক্রিয়াতে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়াই অর্থ ট্রানস্ফার করতে পারবে অর্থাৎ গোপনীয় কোন তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি প্রায় নেই বললেই চলে। 

প্রসঙ্গত,    হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির অর্থলগ্নি বিষয়টি আজ থেকে প্রায় তিন বছর আগে জানিয়েছিলেন ব্লুমবার্গ।  তার তথ্য অনুযায়ী বলা হয়েছিল এটি এক ধরনের ডিজিটাল মুদ্রা মার্কিন ডলারের সাথে যুক্ত করা হবে।  সুতরাং যে কোন কোম্পানি একটি স্টেবল কয়েন নিয়ে কাজ করতে পারে।  কার্যত সেই চিন্তাধারার বাস্তবায়িত হলো তিন বছর পর হোয়াটসঅ্যাপে সঙ্গে যখন নোভি অংশীদারিত্ব করে। তবে শুধুমাত্র একটি দেশেই নয় আমেরিকা ছাড়াও গুয়াতেমালাতেও এই পরিষেবার   একাধিক পরীক্ষামূলক কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *