বিনোদন

রূপসজ্জা শিল্পীদের সম্মান জানাচ্ছে গ্লোরিয়াস মেকাপ আর্টিস্ট এওয়ার্ড শো

বিনোদন ও ফ্যাশন জগতের নামী দামী বহু তারকাকে তো আমরা অহরহ দেখিই হয় টিভির পর্দায় নয় তো মঞ্চে আর না হলে সংবাদমাধ্যমের বড় মুখ হিসাবে।কিন্তু এনাদের তারকা হিসাবে গড়ে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের মধ্যে এক অন্যতম ভূমিকা পালন করেন রূপসজ্জাশিল্পীরা। কিন্তু অবদান মনে রাখে কজন? চেনেই বা কজন? খুবই স্বল্প সংখ্যক মানুষ।তা ও তাদের দীর্ঘ সংগ্রামের পর তারা ও নিজেদের কাজের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হতে পারেন। কিন্তু সেই নামের তালিকা দীর্ঘ।

তবে এবার যাতে তাদের ও মানুষ দেখতে পায় সেই উদ্যোগ নিল মুনমুন দাস ওতার কন্যা মোনা দাস।মোনা নিজে ও একজন রূপসজ্জাশিল্পী হিসাবে মনে করেছেন তাদের এই কাজকে আর কেউ সম্মান না জানালে ও তিনি এমন কিছু করবেন যাতে তার মত বা তার চেয়ে অভিজ্ঞতায় বড় শিল্পীরা নিজেদের যথাযথ মর্যাদাপান। তাই তারই উদ্যোগে আগামী ৭ ইনভেম্বর, বারদেভিস্তা ক্লাবে আয়োজিত হতে চলেছে গ্লোরিয়াসমেকাপ আর্টিস্ট এওয়ার্ড শো। পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে আসা নতুন ও অভিজ্ঞ রূপসজ্জাশিল্পী বা মেকাপ আর্রটিস্টদের এক প্রতিযোগীতা, যেখানে বহু মডেল তাদেরই কল্পনায় ও প্রসাধনে সেজে উঠবেন নানান রূপে।বিচারকের আসনে উপস্থিত থাকছেন অভিনেত্রী তৃণা সাহা, মিসইন্ডিয়া ওয়ার্ল্ড উষসী সেনগুপ্ত, রূপসজ্জাশিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার।বিশেষ অতিথির আসন আলোকিত করতে চলেছেন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিধায়ক শ্রীমদন মিত্র।অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করবেন সপ্তক সানাই দাস যিনি ইতিমধ্যেই সৃজিতমুখোপাধ্যায় পরিচালিত অতিউত্তম এবং X= প্রেম নামে দুটি ছবির সংগীত পরিচালনা করেছেন।বিজয়ীদের জন্য নগদ অর্থ ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা দেওয়ার ব্যবস্থা থাকছে। অনুষ্ঠানটিতে সহযোগীতায় থাকছে “বিবনি ”ও“আর্টল্যান্ড”।বিশেষ সহায়তায় থাকছেন সংগীত শিল্পী ও ইভেন্ট তত্ত্বাবধানকারী শুভব্রত বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *