৪৫ বছর হয়ে গেলে আপনি আর চাকরি করতে পারবেন না। কোন দেশে রয়েছে এই নিয়ম জানেন?
নিউজ ডেস্ক:- এমন কোন দেশের নাম শুনেছেন যেখানে গেলে মহিলারা টপলেস হয়ে ঘুরে বেরাতে পারবে? উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হল কানাডা। কানাডার আয়তন 99, 84,607 বর্গ কিলোমিটার। বিশ্বের ধনী দেশ গুলির মধ্য একটি হলো কানাডা। এছাড়াও এটি বিশ্বের দ্বিতীয় শীতলতম দেশ। কানাডায় প্রায় 38 মিলিয়ন লোক বসবাস করেন।
কানাডা সম্পর্কে কিছু অজানা তথ্য হলো:
1. কানাডা দেশের নিয়ম অনুযায়ী 45 বছরের উর্ধ্বে কোন ব্যক্তি চাকরি করতে পারবেন না।
2. এই দেশের প্রত্যেকটি ব্যক্তির আয়ের 40 শতাংশ সরকারকে ট্যাক্স দিতে হয়।
3. কানাডা একটি মিশ্র সংস্কৃতির দেশ। এই দেশে বিভিন্ন দেশের সংস্কৃতি মিশ্রন লক্ষ্য করা যায়।
4. কানাডা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এই দেশের 40% অংশ বনভূমিতে ঘেরা । এই দেশে 20 লক্ষেরও বেশি লেক সহ বিভিন্ন পাহাড়-পর্বত লক্ষ্য করা যায়। পৃথিবীর সবথেকে পুরনো পাথর এই দেশে পাওয়া যায়।
5. প্রতিবছর প্রায় 30 হাজারেও বেশি ভারতীয় কানাডায় গিয়ে জীবন যাপন শুরু করে। এদের মধ্যে বেশিরভাগ মানুষই পাঞ্জাবি। এবং পাঞ্জাবীদের কানাডায় গিয়ে জীবন যাপন শুরু করার পেছনে দুটি কারণ লক্ষ করা যায়
প্রথমত, কানাডার ভূমিরূপ চাষবাস ও শস্য উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং পাঞ্জাবীদের প্রধান কাজ হল চাষ আবাদ যার জন্য তারা কানাডায় গিয়ে বসতি গড়ে তুলছে।
দ্বিতীয়ত, কানাডায় প্রথম থেকেই শিখ সম্প্রদায়ের লোক বসবাস করে আসছে। এবং উন্নত শিক্ষা ব্যবস্থা ও তাদের জীবন সাফল্যময় করে তুলতে বেশিরভাগ পাঞ্জাবীরা কানাডায় গিয়ে বসতি গড়ে তোলে।
6. কানাডায় যদি কোন ব্যক্তি নাগরিকত্ব নেন তাহলে কানাডা সরকার তাকে এক বছরের জন্য ফ্রি কালচারাল পাস প্রদান করে এবং এই পাশ দিয়ে সেই ব্যক্তি কানাডার যে কোন মিউজিয়ামে ফ্রিতে ভ্রমণ করতে পারবে।
7. পুরো বিশ্বের মধ্যে কানাডায় মানুষেরা সবথেকে বেশি চিজ খেয়ে থাকে। প্রতি বছরে প্রায় একটি ব্যক্তি 14.65 কেজি চিজ খেয়ে থাকে।
8. কানাডার একটি অদ্ভুত ব্যাপার হলো এখানে আপনি যে কোন পশু পালন করতে পারেন কিন্তু আপনি কোন ইঁদুর পালন করতে পারবেন না। আর যদি তা করতে চান তাহলে সরকার থেকে অনুমতি নিতে হবে। এছাড়াও যদি কোন জ্যান্ত ইঁদুর ধরা ও মারা হয় তাকে আইনত শাস্তি দেওয়া হয়।
9. কানাডা পৃথিবীর তৃতীয় খনিজ তেল উৎপাদনকারী দেশ এছাড়াও এই দেশে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায়। যার ফলে এই দেশে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলেছে।
10. ক্যানাডায় পাবলিক সেক্স অবৈধ । এখানকার 49 শতাংশ মানুষ এটা জানাসত্ত্বেও তারা এই কাজটি করে থাকে।
11. কানাডার অন্টারিও শহরে মহিলাদের টপলেস হয়ে চলাফেরা করা বৈধ এবং এখানকার সরকারি তাদের এই অনুমতি প্রদান করেছে।