ইরান পাক বর্ডারে বন্ধ হল ব্যবসা। পাকিস্তান ফল ব্যবসায়ীদের মাথায় হাত
নিউজ ডেস্কঃ আফগানিস্থানে তালিবান ক্ষমতায় আসার পর বিরাটভাবে আশাবাদী হয়েছিল পাকিস্তান। কারন দীর্ঘদিন ধরে চীন এবং পাকিস্তান যৌথভাবে সাহায্য করছিল তালিবানদের। তবে তালিবান ক্ষমতায় আসলে যে আঁখেরে বিরাটভাবে ক্ষতি হতে পারে পাকিস্তানের তা তারা কল্পনাও করতে পারেনি। যদিও এখনও সেভাবে তেমন কিছু ক্ষতি হয়নি কিছু ব্যবসায়িক ক্ষতি ছাড়া, তবে ভবিষ্যতে বিরাটভাবে ক্ষতির সম্মুখীন হতে চলেছে পাকিস্তান তা ইতিমধ্যে জানিয়েছে আন্তর্জাতিক মহলের একাংশ।
ইতিমধ্যে ইরান পাক বর্ডারে ট্রেড রদ করা হয়েছে। তালিবান আফগান দখলের পর থেকেই ইরান পাক সম্পর্কের অবনতি হয়েছে। পাশাপাশি পাক সীমান্তে পাকিস্তান এবং তালিবানদের শক্তিবৃদ্ধি নিয়ে ইরানকে দোষারোপ করছে পাকিস্তান। আর ঠিক তারপরই ইরান পাকিস্তানের প্রতি নিজেদের কড়া অবস্থান বুঝিয়ে দিল। পাকিস্তানের ফল বিক্রেতারা ইতিমধ্যে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে।