জেনে বুঝেও আমেরিকা কেন ভারতবর্ষকে বাজে যুদ্ধবিমান বিক্রয় করতে চাইছে?
নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে ভারতবর্ষের সম্পর্ক যে কতোটা গভীর তা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি দেখলেই বোঝা যায়। আর সেই কারনে বর্তমানে একের পর এক যুদ্ধাস্ত্র আমেরিকা থেকে ক্রয় করছে ভারতবর্ষ। পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে। তবে আমেরিকার কিছু অফার বর্তমানে ভারতবর্ষের কাছে লুফে নেওয়ার মতো হলেও কিছু অফার ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।
ভারতবর্ষের নৌবাহিনীর জন্য ইতিমধ্যে আমেরিকা তাদের এফ ১৮ হর্নেট অফার করেছে। এই যুদ্ধবিমান ক্রয় করলে যে ভারতবর্ষের নৌবাহিনীর ক্ষমতা বাড়বে তা নতুন করে কিছু বলার নেই। তবে ইতিমধ্যে আমেরিকা ভারতবর্ষকে এফ ২১ এর মতো যুদ্ধবিমান অফার করেছে। বলে রাখা ভাল যে আমেরিকার কিছু যুদ্ধবিমানকে সুপার ফেইলিওর বলা হয়ে থাকে তার মধ্যে এই যুদ্ধবিমান একটি। তবে এই যুদ্ধবিমান সম্পর্কে জানাতে গিয়ে জানান হয় যে “ভারত কে অফার করা F-21 যুদ্ধবিমানে চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের প্রযুক্তি রয়েছে যা ভারতবর্ষের বিমানবাহিনীর চাহিদা পুরন করবে। F-21 এ পঞ্চম প্রজন্মের AESA রেডার ব্যবহার করার পাশাপাশি ট্রিপিল মিসাইল লঞ্চার সিস্টেম ইনস্টল করা হয়েছে যা ১০ টি এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম। F-21 এ রাফালে এবং তেজসের যৌথ চাহিদা মেটাতে সক্ষম ” উইলিয়াম এল ব্লেইয়ার, লকহিড মার্টিনের ভাইস প্রেসিডেন্ট ও চীফ এক্সিকিউটিভ।
সোজা কথায় বললে আমেরিকা ভারত কে এই এফ ২১ যুদ্ধবিমানটি গছাতে চাইছে।