ডিফেন্স

দক্ষিণ আমেরিকার আরও এক দেশকে যুদ্ধবিমান বিক্রি করতে চলেছে চীন। কোন দেশ এবং কত মিলিয়ন ডলারের চুক্তি করল চীন?

নিউজ ডেস্কঃ বিশ্ব অস্ত্র বাজারে আসতে আসতে চীনের তৈরি অস্ত্র মার্কেট পাচ্ছে। বিশেষ করে পিছিয়ে পরা এবং গরিব দেশ গুলিকে চীন তাদের তৈরি করা অস্ত্র বিক্রি করছে নিজেদের জিডিপি বৃদ্ধি করছে। তবে বরাবরের মতো প্রশ্ন থেকেই যায় চীনের তৈরি করা অস্ত্র নিয়ে।

চীনের থেকে $৬৬৪মিলিয়নের বিনিময়ে ১২টি জেএফ-১৭ ব্লক-৩ ক্রয় করতে চলেছে আর্জেন্টিনা। ১০০শতাংশ চীনে তৈরি এই যুদ্ধবিমান গুলি পাকিস্তানে পাঠানো হয় যন্ত্রাংশ টাইট দেওয়ার জন্য। তার পর সেখান থেকে ডেলিভারি হবে আর্জেন্টিনাতে।

সত্যি কথা বলতে গেলে আর্জেন্টিনার মত গরিব দেশগুলির জন্য এটি ভাল চুক্তি। তবে স্পেয়ার পার্টসের জন্য তাদের সমস্যা যে তৈরি হবে তারা হয়ত এখনও বুঝতে তা সক্ষম হয়নি। অন্যদিকে ব্রীটেন এবার পাকিস্তানকে একঘরে করতে চলেছে। ইউরোপীয়  ইউনিয়নও আর্থিক নিষেধাজ্ঞার কথা ভাবছে। ফ্রান্সও একই ভাবে পাকিস্তানের ওপর চটেছে ফলে বেশ কিছু প্রোজেক্ট পাকিস্তানের সাথে তারা বন্ধ রেখেছে, তবে একমাত্র সমস্যা জার্মানি এবং ইতালিকে নিয়ে, এই দুই দেশের জন্যই এখনও সাহায্য পেয়ে যাচ্ছে এই দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *