দক্ষিণ আমেরিকার আরও এক দেশকে যুদ্ধবিমান বিক্রি করতে চলেছে চীন। কোন দেশ এবং কত মিলিয়ন ডলারের চুক্তি করল চীন?
নিউজ ডেস্কঃ বিশ্ব অস্ত্র বাজারে আসতে আসতে চীনের তৈরি অস্ত্র মার্কেট পাচ্ছে। বিশেষ করে পিছিয়ে পরা এবং গরিব দেশ গুলিকে চীন তাদের তৈরি করা অস্ত্র বিক্রি করছে নিজেদের জিডিপি বৃদ্ধি করছে। তবে বরাবরের মতো প্রশ্ন থেকেই যায় চীনের তৈরি করা অস্ত্র নিয়ে।
চীনের থেকে $৬৬৪মিলিয়নের বিনিময়ে ১২টি জেএফ-১৭ ব্লক-৩ ক্রয় করতে চলেছে আর্জেন্টিনা। ১০০শতাংশ চীনে তৈরি এই যুদ্ধবিমান গুলি পাকিস্তানে পাঠানো হয় যন্ত্রাংশ টাইট দেওয়ার জন্য। তার পর সেখান থেকে ডেলিভারি হবে আর্জেন্টিনাতে।