ডিফেন্স

ভারতবর্ষের হাতে ২৪ টি যুদ্ধবিমান আসলেও কত গুলি যুদ্ধবিমানের স্পেয়ার পার্টস খুলে নেওয়া হবে? এবং কত গুলি যুদ্ধের জন্য ব্যবহার করা হতে চলেছে?

নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে ফ্রান্সের সম্পর্ক আসতে আসতে খারাপ হতে চলেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার সাথে তাদের ৬০ মিলিয়ন ডলারের সাবমেরিন চুক্তি বাতিল হওয়ার পর। তবে ফ্রান্স বা ইসরায়েলের মতো দেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক তৈরি করলে আঁখেরে ভারতবর্ষের লাভ হতে পারে। আর সেই কারনে ইতিমধ্যে বেশ কিছু চুক্তিও করা হচ্ছে ফ্রান্সের সাথে। 

ফ্রান্সের কাছ থেকে আবারও যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে ভারতবর্ষ। বহু বছরের পুরনো যুদ্ধবিমান আবারও ফ্রান্সের থেকে ক্রয় করা হচ্ছে। বিশেষ করে এই যুদ্ধবিমান গুলি অনেক কম দামেই পাচ্ছে ভারত। ২৪ টি মিরাজ ২০০০ র মতো যুদ্ধবিমান মাত্র ৩২ মিলিয়ন ডলারের বিনিময়ে পেতে চলেছে ভারতবর্ষ।

আর এই ২৪ টি যুদ্ধবিমানের মধ্যে ৫ টি যুদ্ধবিমান যুদ্ধে যাওয়ার মতো পরিস্থিতে আছে ৮ টি যুদ্ধবিমান অল্প কিছু সার্ভিসিং করলেই চলবে তবে বাকি ১১ টি যুদ্ধবিমানকে স্পেয়ার পার্টসের জন্য কাজে লাগানো হতে পারে।  অর্থাৎ ১১টি মিরাজের বিভিন্ন অংশ গুলো এ্যক্টিভ মিরাজে লাগানো হবে পার্টসের প্রয়োজন মেটাতে।

অর্থাৎ ৪৯ + ১৩ = ৬২টি মিরাজ ২০০০ এর ফ্লিট তৈরি হতে চলেছে ভারতবর্ষে।

সত্যি কথা বলে দারুন চুক্তি করেছে ভারতবর্ষ। প্রথমত ভারতবর্ষের এখন প্রচুর যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে দ্বিতীয়ত স্পেয়ার পার্টসের মিরাজের প্রডাকশান বর্তমানে বন্ধ হওয়ার কারনে এর অভাব হতই যা আগে থেকেই সমস্যার সমাধান করা হল পাশাপাশি ভারতবর্ষ ১৩ টি নতুন যুদ্ধবিমান পেয়ে গেল। একটা কথা সত্যি যে ভারতের উচিত ফ্রান্সের সাথে সম্পর্ক মজবুত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *