নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে ইতিমধ্যে ২৬ রাফালে এসে পৌঁছেছে। এখনও বেশ কিছু রাফালে আশা বাকি রয়েছে। দুটি স্কোয়াড্রনে ভাগ করে বর্তমানে আম্বালা এবং হাসিমারা এয়ারবেসে এই যুদ্ধবিমান রাখা রয়েছে বর্তমানে।
আগামি বেশ কিছু মাসের মধ্যে ৯ টি রাফালে আসবে এবং বাকি একটি অর্থাৎ ৩৬ নম্বর যুদ্ধবিমানটি বিশেষ ক্ষমতা সহ ভারতবর্ষের হাতে এসে পৌঁছে যাবে।
কারন ২০২২ সালে ভারতবর্ষের হাতে সবথেকে শক্তিশালি রাফালে আসবে। আর এই ৩৬ নম্বর রাফালেকে শক্তিশালি বলার অন্যতম প্রধান কারন হল এই যে যুদ্ধবিমানটি মোট ১৩টি ইন্ডিয়ান স্পেসিফিক এনহেন্সমেন্ট বা আপগ্রেড হয়ে আসবে।
ভারতের এই ১৩টি আপগ্রেডের সাথে সাথে ভারতের হাতে থাকে বাকি রাফাল এফ-৩আর গুলিতেও ১৩টি আপগ্রেড যোগ করে এফ-৩আর(আই) ভার্সানে রূপান্তর করা হবে। রাফালের এফ-৪ আসার আগে অর্থাৎ রাফালের পরবর্তী ভার্সন হাতে আসার আগে পর্যন্ত এই এফ-৩আর(আই) কে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাফাল হিসাবে গণ্য করা হবে।