বাচ্চাদের সমস্যার প্রধান কারন ফেসবুক, টুঁইটার
নিউজ ডেস্কঃ মানুষিক সমস্যা। অর্থাৎ যতদিন দিন যাচ্ছে ততই লাফিয়ে বাড়ছে এই সমস্যা। সে যতই সোশ্যাল মিডিয়া আসুক না কেন? আর এই সমস্যাকে সারাতে একাধিক প্রচেষ্টা করা হলেও তা কার্যকারী হয়ে ওঠেনা। কারন এই সমস্যা সকলে আলোচনা করেন না। অর্থাৎ নিজে এই সমস্যাকে বাইরে কারও সাথে আলোচনা করতে চান না।
এই সমস্যা সবার আগে আসতে শুরু করে বাচ্চাদের মধ্যে। কারন ছোটবেলায় রেসাল্ট ভালো না হওয়ার ফলে বাড়িতে চাপের ফলেই বাচ্চাদের মানুষিক সমস্যা শুরু হয়। এবং একটা সময় চাপ এতোটাই বেড়ে যায় যে কিছু বাচ্চা এই সমস্যা সামাল দিতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়।